প্রাক্তনরা ৩দিনের মধ্যে হস্টেল ছাড়ুন, কড়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্য়েই সেই রিপোর্ট পাঠাল কর্তৃপক্ষ। সঙ্গে প্রাক্তনীদের হস্টেল ছাড়ার নির্দেশও

র‌্যাগিংয়ের শিকার হয়ে যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায় উত্তাল গোটা রাজ্য। পুলিশ প্রশাসন যেমন তদন্ত করতে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে, ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ প্রতিবাদে পথে নেমেছে। নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃত ছাত্রের পরিবার। সেই আবহে দাঁড়িয়ে এবার এবার কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেঁধে দেওয়া হল ৩ দিনের সময়সীমা। তার মধ্যে হস্টেল ফাঁকা করতে হবে প্রাক্তন ছাত্রদের। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর কড়া নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। রিপোর্ট পাঠিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে।

স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্য়েই সেই রিপোর্ট পাঠাল কর্তৃপক্ষ। সঙ্গে প্রাক্তনীদের হস্টেল ছাড়ার নির্দেশও। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জেপিজি হস্টেলে থাকেন বেশ কয়েকজন কর্মী। তাঁদেরকে সরিয়ে দিয়ে এবার ওই হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের রাখার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কোনও আবাসিক যদি হস্টেলে কোনও পড়ুয়াকে গেস্ট রাখতে চায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষকে আগে থেকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চারদিন পার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু মৃত্যুতে তোলপাড় চলছে। কীভাবে হস্টেলের বারান্দা থেকে নিচে পড়ে গেল ওই পড়ুয়া? তবে মৃত ছাত্র যে র‌্যাগিংয়ের শিকার হয়েছিল সে ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এখনও পর্যন্ত গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে সৌরভ চৌধুরী যাদবপুরেরই প্রাক্তনী। বাকি দু’জন মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত বর্তমান ছাত্র। হস্টেলেই থাকতেন তারা।

আরও পড়ুন- “ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত”! বেজিংকে কড়া বার্তা মার্কিন কংগ্রেসের সদস্যের

 

 

Previous article“ভারতের সার্বভৌমত্ব সবার মেনে চলা উচিত”! বেজিংকে কড়া বার্তা মার্কিন কংগ্রেসের সদস্যের
Next articleযাদবপুরে ছাত্রমৃ.ত্যুতে আমি স্তম্ভিত: অত্যা.চারের জন্য ‘আগমার্ক সিপিএম’-কে দায়ী করে তোপ মুখ্যমন্ত্রীর