বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস: দেশভাগের অতীত স্মরণে ১৪ আগস্ট পালন মোদির

স্বাধীনতা দিবস(independence day) পালনের আগে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দেশভাগের হিংসা দেখেছিল ভারত। এই দিন জন্ম নেয় এক নয়া রাষ্ট্র পাকিস্তান(Pakistan)। দেশভাগের সেই ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল পাঞ্জাব ও বাংলায়। এই দুই প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা। যার ফলস্বরূপ ভ্রাতৃঘাতী দাঙ্গা, অনাহার অর্ধাহারে মৃত্যু হয় শত শত মানুষের। তবে ভয়াবহ সেই ক্ষত সরকারিভাবে কখনো পালিত হয়নি দেশে। এবার সেই বিভীষিকাময় দিনে নিহতদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(NarendraModi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোমবার এক বার্তায় সেই সময় নিহতদের স্মরণ করলেন। পাশাপাশি ভারত সরকারের উদ্যোগে দিনটি ‘বিভাজন বিভীষিতা স্মৃতি দিবস হিসাবে পালিত হচ্ছে। মোদি সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৪ অগাস্টকে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ বা দেশভাগের ভয়াবহ স্মরণ দিবস (Partition Horrors Remembrance day) হিসাবে স্মরণ করা হবে। স্মরণ করা হবে দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন। অতীতের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশভাগের ফলে সৃষ্ট বিবেকহীন ঘৃণা এবং হিংসার কারণে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সামাজিক বিভেদ, বৈষম্যের বিষ অপসারণ এবং ঐক্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক ক্ষমতায়নের চেতনাকে আরও জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে এই দিনটি স্মরনের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতেও পালিত হচ্ছে বিশেষ এই দিন। ১৪ ই আগস্টের স্মৃতি স্মরণ করে দিনটি পালন করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও দিনটি পালিত হচ্ছে। সরকারি প্রচার সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সোমবার দেশভাগের সময়কার ছবি প্রকাশ করেছে।

Previous articleধমকে-চমকে আটকানো যাবে না, বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা: মুখ্যমন্ত্রী
Next articleস্বাধীনতা দিবসের দিনেও বৃষ্টি,পূর্বাভাস হাওয়া অফিসের