Friday, August 22, 2025

বিশ্ববিদ্যালয়ের (University) পর এবার যাদবপুরের রেজিস্ট্রারকে (Registrar) শোকজ (Show cause) করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পড়ুয়া মৃত্যুর ঘটনায় আগেই বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠিয়েছিল শিশু সুরক্ষা কমিশন (Child Protection Committee)। আর সেই পথে হেঁটেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শোকজ করল জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের নোটিশে লেখা হয়েছে, সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যে উঠে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ এবং দায়িত্বে অবহেলার কথা। পাশাপাশি র‍্যাগিংয়ের আতঙ্কে মৃত্যু হয়েছে তরুণ পড়ুয়ার। আর সংবাদমাধ্যমের ফুটেজেই মানবাধিকার যে লঙ্ঘিত হয়েছে তা প্রমাণিত হয়েছে।

পাশাপাশি যাদবপুরকাণ্ডে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়া রিপোর্টে ইউজিসি-র নির্দেশ অনুযায়ী র‍্যাগিং প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ সহ রাজ্য জুড়ে ছাত্র সম্প্রদায় এবং শিক্ষক সমিতিগুলির মধ্যে র‍্যাগিং সম্পর্কে সচেতনতামূলক প্রচারের জন্য রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তারও উল্লেখ থাকতে হবে ওই রিপোর্টে। এছাড়া আগামীতে কী পদক্ষেপ নেওয়া হবে তাও রিপোর্টে উল্লেখ করতে হবে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অবিলম্বে সমস্যা দূর করতে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও।

তবে শুধু জাতীয় মানবাধিকার কমিশনই নয়, যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে র‍্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি অমান্য করার কারণ যথাযথভাবে দেখাতে বলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনও। সোমবারই বিশ্ববিদ্যালয়কে শোকজ করে বিবৃতি জারি করেছে কমিশন।

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version