আজ শ্রাবণ শিবরাত্রি, কখন দেবেন পুজো? জেনে নিন

শ্রাবণ মাস মানেই মহাদেবের পুজো। শ্রাবণ শিবরাত্রিতে উপবাস ব্রত পালন করে মহাদেবের মাথায় জল ঢালেন পুণ্যার্থীরা। অনেক ভক্তই কোনও তীর্থস্থান থেকে আনা গঙ্গাজল দিয়ে জলাভিষেক করেন মহাদেবের। এবছরের শ্রাবণ মাস অনান্যবারের তুলনায় অনেকটাই আলাদা বলে বিশেজ্ঞদের দাবি।পঞ্জিকা মতে এ বছর শ্রাবণ মাসে শিবরাত্রি পড়েছে দু’টি। প্রথমটি ছিল ১৫ জুলাই। দ্বিতীয়টি পড়েছে আজ।

আরও পড়ুনঃ শ্রাবণ মাসের প্রথম সোমবার পুণ্যার্থীদের ঢল তারকেশ্বরে

শ্রাবণ মাসে মহাদেবের পুজো খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের সোমবারে ভক্তরা শিবের আরাধনা করেন। শ্রাবণী সোমবারের ব্রত পালন করেন।



শ্রাবণের সোমবারে যদি চতুর্দশী তিথি পড়ে, তখন তাকে শিব চতুর্দশী বা শ্রাবণ শিবরাত্রিও বলা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১৪ অগাস্ট সকাল ১০.২৫ মিনিটে। এই তিথি চলবে মঙ্গলবার, ১৫ অগাস্ট ১২.৪২ মিনিট পর্যন্ত।