Sunday, August 24, 2025

নয়া উদ্যোগ এআইএফএফ-এর, জাতীয় দলে খেলার সুযোগ পাবেন ভারতীয় বংশোদ্ভূতরা, গঠণ করা হল টাস্ক ফোর্স

Date:

নয়া উদ্যোগ নিল এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। ফেডারেশন সভাপতির চেয়ারে বসার পরই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি। এবার প্রবাসি ভারতীয় ফুটবলারদের সুনীলদের দলে খেলানোর উদ্যোগ নিল এআইএফএফ। ফুটবলের উন্নতির জন‍্য সব কিছু করতে প্রস্তুত এআইএফএফ। যার নাম দেওয়া হয়েছে  টাস্ক ফোর্স। যদিও এই সব কিছুই নির্ভর করবে ভারতের বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তেও ওপর। যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এআইএফএফের এই সিদ্ধান্তে সায় দেয়নি। যদিও হাল ছেড়ে দিচ্ছে না এআইএফএফ।

এই নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, “টাস্ক ফোর্সের প্রথম কাজই হবে ভারতীয় বংশোদ্ভূত এবং বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের একটি তালিকা তৈরি করা। বিদেশের বিভিন্ন লিগে বা বিদেশের অনেক জাতীয় দলেই এমন ফুটবলার রয়েছে, যারা ভারতের নাম উজ্জ্বল করছে। আমরা জানি, এদেশে সেই সমস্ত ফুটবলারদের খেলানোর নিয়ম নেই। তবে সেই সফল ফুটবলারদের তালিকা পেলে আমরা এ বিষয়ে একটি গঠনমূলক আলোচনা করতে পারি। আমরা জোর গলায় সেই সমস্ত ফুটবলারদের দেশের জার্সিতে খেলানোর দাবি জানাতে পারি। তাই জন্যই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ভারতীয় ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবরকম পদক্ষেপই আমরা নিচ্ছি।”

ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের পাশাপাশি বিদেশে থাকা ভারতীয় নাগরিকদেরও খেলানোর পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন। ভারতীয় বংশোদ্ভূত একাধিক ফুটবলার বিদেশে দাপিয়ে খেললেও ভারতীয় দলে জায়গা পাননি বিকাশ ধোরাসু, মাইকেল চোপড়ারা। নিয়মের বেড়াজালে আটকে গিয়েছে গোটা প্রক্রিয়া। যাতে এই নিয়ম বদল করা যায়, তার দিকে এবার নজর দিচ্ছে ভারতের ফুটবল ফেডারেশন। ভবিষ্যতে যাতে নিয়ম বদলানো যায়, তারই পদক্ষেপ শুরু করল। এ জন্যই বিশেষ টাস্ক ফোর্সও গঠন করে ফেলেছে ভারতের ফুটবল ফেডারেশন। পাঞ্জাব ফুটবল সংস্থার প্রেসিডেন্ট সমীর থাপারের নেতৃত্বে এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

জানা যাচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ করবে এই টাস্ক ফোর্স।বিদেশের লিগে নজর কাড়া সেই সমস্ত ফুটবলারদের নিয়ে একটি তালিকা তৈরি করবেন তাঁরা। ২০২৪ সালের ৩১ জানুয়ারির মধ্যে ফেডারেশনের কাছে সেই রিপোর্ট জমা দেবে এই বিশেষ টাস্ক ফোর্স।

আরও পড়ুন:ডুরান্ডের নক আউটের কাছাকাছি ইস্টবেঙ্গল, মোহনবাগান যাবে কীভাবে ?

 

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version