Tuesday, November 4, 2025

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট

Date:

Share post:

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। জানা যাচ্ছে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তিনি। রবিবার অনুশীলনে চোট পেয়েছিলেন ভারতীয় কুস্তিগির। মঙ্গলবার চোটের কথা নিজেই টুইট করে জানালেন বিনেশ। ১৭ আগস্ট অস্ত্রোপচার। আসন্ন এশিয়ান গেমসে ট্রায়াল না দিয়েই বিনেশের মিলেছিল সুযোগ। কিন্তু চোটই আসন্ন এশিয়ান গেমসের স্বপ্ন শেষ করে দিল।

এদিন টুইট করে বিনেশ বলেন,”দু’দিন আগে আমার বাঁ পায়ের হাঁটুতে চোট লাগে। অনুশীলন করার সময় চোট লাগে। স্ক্যান করার পর চিকিৎসকেরা জানিয়েছেন যে, অস্ত্রোপচার করতে হবে। মুম্বইয়ে ১৭ আগস্ট আমার অস্ত্রোপচার হবে। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম আমি। আশা ছিল এবারেও সেটা পারব। কিন্তু এই চোটের কারণে আমি এবারের প্রতিযোগিতায় খেলতে পারব না। আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। রিজার্ভ খেলোয়াড়কে পাঠানো হবে আমার জায়গায়। আশা করছি পরের বছর প্যারিস অলিম্পিক্সের আগে সুস্থ হয়ে ফিরতে পারব।”

এশিয়ান গেমসের জন্য বিনেশকে ট্রায়াল দিতে হয়নি। বিনেশ এবং বজরং পুনিয়াকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে খুশি হতে পারেননি অনেক কুস্তিগিরেরা। মামলা গড়ায় কোর্ট পযর্ন্ত।

কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগের অন‍্যতম মুখ ছিলেন বিনেশ। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন শুরু করেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে আন্দোলনে বসেন তাঁরা। পরবর্তী সময়ে পুলিশ এফআইআর নেয়। এখন মামলা চলছে।

আরও পড়ুন:প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি

 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...