Monday, August 25, 2025

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। জানা যাচ্ছে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তিনি। রবিবার অনুশীলনে চোট পেয়েছিলেন ভারতীয় কুস্তিগির। মঙ্গলবার চোটের কথা নিজেই টুইট করে জানালেন বিনেশ। ১৭ আগস্ট অস্ত্রোপচার। আসন্ন এশিয়ান গেমসে ট্রায়াল না দিয়েই বিনেশের মিলেছিল সুযোগ। কিন্তু চোটই আসন্ন এশিয়ান গেমসের স্বপ্ন শেষ করে দিল।

এদিন টুইট করে বিনেশ বলেন,”দু’দিন আগে আমার বাঁ পায়ের হাঁটুতে চোট লাগে। অনুশীলন করার সময় চোট লাগে। স্ক্যান করার পর চিকিৎসকেরা জানিয়েছেন যে, অস্ত্রোপচার করতে হবে। মুম্বইয়ে ১৭ আগস্ট আমার অস্ত্রোপচার হবে। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম আমি। আশা ছিল এবারেও সেটা পারব। কিন্তু এই চোটের কারণে আমি এবারের প্রতিযোগিতায় খেলতে পারব না। আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। রিজার্ভ খেলোয়াড়কে পাঠানো হবে আমার জায়গায়। আশা করছি পরের বছর প্যারিস অলিম্পিক্সের আগে সুস্থ হয়ে ফিরতে পারব।”

এশিয়ান গেমসের জন্য বিনেশকে ট্রায়াল দিতে হয়নি। বিনেশ এবং বজরং পুনিয়াকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে খুশি হতে পারেননি অনেক কুস্তিগিরেরা। মামলা গড়ায় কোর্ট পযর্ন্ত।

কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগের অন‍্যতম মুখ ছিলেন বিনেশ। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন শুরু করেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে আন্দোলনে বসেন তাঁরা। পরবর্তী সময়ে পুলিশ এফআইআর নেয়। এখন মামলা চলছে।

আরও পড়ুন:প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি

 

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version