Wednesday, August 27, 2025

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। জানা যাচ্ছে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তিনি। রবিবার অনুশীলনে চোট পেয়েছিলেন ভারতীয় কুস্তিগির। মঙ্গলবার চোটের কথা নিজেই টুইট করে জানালেন বিনেশ। ১৭ আগস্ট অস্ত্রোপচার। আসন্ন এশিয়ান গেমসে ট্রায়াল না দিয়েই বিনেশের মিলেছিল সুযোগ। কিন্তু চোটই আসন্ন এশিয়ান গেমসের স্বপ্ন শেষ করে দিল।

এদিন টুইট করে বিনেশ বলেন,”দু’দিন আগে আমার বাঁ পায়ের হাঁটুতে চোট লাগে। অনুশীলন করার সময় চোট লাগে। স্ক্যান করার পর চিকিৎসকেরা জানিয়েছেন যে, অস্ত্রোপচার করতে হবে। মুম্বইয়ে ১৭ আগস্ট আমার অস্ত্রোপচার হবে। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম আমি। আশা ছিল এবারেও সেটা পারব। কিন্তু এই চোটের কারণে আমি এবারের প্রতিযোগিতায় খেলতে পারব না। আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। রিজার্ভ খেলোয়াড়কে পাঠানো হবে আমার জায়গায়। আশা করছি পরের বছর প্যারিস অলিম্পিক্সের আগে সুস্থ হয়ে ফিরতে পারব।”

এশিয়ান গেমসের জন্য বিনেশকে ট্রায়াল দিতে হয়নি। বিনেশ এবং বজরং পুনিয়াকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে খুশি হতে পারেননি অনেক কুস্তিগিরেরা। মামলা গড়ায় কোর্ট পযর্ন্ত।

কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগের অন‍্যতম মুখ ছিলেন বিনেশ। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন শুরু করেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে আন্দোলনে বসেন তাঁরা। পরবর্তী সময়ে পুলিশ এফআইআর নেয়। এখন মামলা চলছে।

আরও পড়ুন:প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version