Thursday, August 21, 2025

কবে মাঠে ফিরবেন পন্থ? বিশ্বকাপে কি পাওয়া যাবে ভারতের এই উইকেটরক্ষক ব‍্যাটারকে?

Date:

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ। এই প্রশ্নের উত্তরে ভারতের ক্রিকেটপ্রেমীরা। গত বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। এরপর অস্ত্রোপচারও হয় তাঁর। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাব করছেন পন্থ। আস্তে আস্তে জিমও করছেন তিনি। ওজনও তুলছেন তিনি। ক্রিকেটপ্রেমীদের আশা বিশ্বকাপে হয়তো মাঠে নামবেন তিনি। কিন্তু সূত্রের খবর, বিশ্বকাপের মতন হাইভোল্টেজ ম‍্যাচে পন্থকে নামানোর ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়াও সুস্থ হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে ভারতের উইকেটরক্ষক ব‍্যাটারের।

জানা যাচ্ছে, পরের বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই ম‍্যাচেই ফিরতে পারেন পন্থ। ভারত পাশে পেতে পারে পন্থকে। শুধু তাই নয়, ২০২৪ আইপিএলেও খেলতে পারেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। ২০২৩ আইপিএল পন্থের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার।

এদিকে আসন্ন এশিয়া কাপে দলে ফিরতে পারেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়র। সেই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের কথায়। গতকাল তিনি বলেন,” চোট সারিয়ে কিছু ক্রিকেটার দলে ফিরবে। এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে তাদের। ২৩ আগস্ট থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক সপ্তাহের ক্যাম্প হবে এশিয়া কাপের আগে। সেই সময় চোট থেকে ফেরা ক্রিকেটারদের দেখে নেওয়া হবে।” আর দ্রাবিড়ের এই কথার পরই মনে করা হচ্ছে, যশপ্রীত বুমরাহ-এর পাশাপাশি দলে ফিরছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়র।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চোট সারিয়ে ফিরছেন যশপ্রীত বুমরাহ। তাঁকেই ক্যাপ্টেন করা হয়েছে এই সফরে। ১৮ আগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ। ইতিমধ্যে আয়ারল্যান্ড সফের উদ্দেশে রওনা দিয়েছেন যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোওয়াডরা।

আরও পড়ুন:কেন বিশ্বকাপে ভারতের ম‍্যাচের টিকিট বিক্রি ধাপে ধাপে? জানা গেল কারণ

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version