Monday, November 10, 2025

বাংলায় বিনিয়োগ টানতে এবার দুবাই-স্পেনে যেতে চান মুখ্যমন্ত্রী

Date:

২১-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে থেকেই রাজ্যে শিল্পায়নে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। এবার বাংলায় বিনিয়োগ টানতে ফের বিদেশ সফরে যাচ্ছেন তিনি। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দুবাই ও স্পেনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, অনাবাসী ভারতীয় শিল্পপতি ও সেখানকার বণিক মহলকে বাংলায় আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলা খনিজ ভাণ্ডারের বিষয়টিও সেখানকার বণিক মহলের সামনে তুলে ধরতে পারেন মমতা।

কেন্দ্রের অনুমোদন মিললেই সফর সূচি চূড়ান্ত হবে। দুবাইতে ২ থেকে ৩দিন থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনার পাশাপাশি স্পেনে ৫-৬ দিনের কর্মসূচি রয়েছে। স্পেনে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন মমতা। আলোচনা করবেন সেখানকার বণিক মহলগুলির সঙ্গে।

কেন্দ্রের থেকে অনুমোদন না মেলায় এর আগে মমতার বেশ কয়েকটি বিদেশ সফর বাতিল হয়। এর আগে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেটা ছিল মিশনারিস অফ চারিটির আমন্ত্রণ। এবারের সফরসূচি সম্পূর্ণ রাজ্য কেন্দ্রিক। আগামী নভেম্বর মাসে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন। তার আগে শুধু বিদেশ সফর নয়, মহারাষ্ট্র, চেন্নাই, পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে গিয়ে সেখানকার বণিক মহলের সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version