Sunday, November 9, 2025

বাংলায় বিনিয়োগ টানতে এবার দুবাই-স্পেনে যেতে চান মুখ্যমন্ত্রী

Date:

২১-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে থেকেই রাজ্যে শিল্পায়নে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। এবার বাংলায় বিনিয়োগ টানতে ফের বিদেশ সফরে যাচ্ছেন তিনি। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দুবাই ও স্পেনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, অনাবাসী ভারতীয় শিল্পপতি ও সেখানকার বণিক মহলকে বাংলায় আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাংলা খনিজ ভাণ্ডারের বিষয়টিও সেখানকার বণিক মহলের সামনে তুলে ধরতে পারেন মমতা।

কেন্দ্রের অনুমোদন মিললেই সফর সূচি চূড়ান্ত হবে। দুবাইতে ২ থেকে ৩দিন থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানকার বণিক মহলের সঙ্গে আলোচনার পাশাপাশি স্পেনে ৫-৬ দিনের কর্মসূচি রয়েছে। স্পেনে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন মমতা। আলোচনা করবেন সেখানকার বণিক মহলগুলির সঙ্গে।

কেন্দ্রের থেকে অনুমোদন না মেলায় এর আগে মমতার বেশ কয়েকটি বিদেশ সফর বাতিল হয়। এর আগে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেটা ছিল মিশনারিস অফ চারিটির আমন্ত্রণ। এবারের সফরসূচি সম্পূর্ণ রাজ্য কেন্দ্রিক। আগামী নভেম্বর মাসে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন। তার আগে শুধু বিদেশ সফর নয়, মহারাষ্ট্র, চেন্নাই, পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে গিয়ে সেখানকার বণিক মহলের সঙ্গেও মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version