Friday, August 22, 2025

রাতভর জিজ্ঞাসাবাদের পর যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে যাদবপুরকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল সাত জন।
আরও পড়ুনঃ যাদবপুর ত*দন্তে নয়া মোড়, পড়ুয়া মৃ*ত্যুর রাতেই হস্টেলে জেনারেল বডির বৈঠক!


পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর এই চার জনকে গ্রেফতার করে পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনার দিন ধৃত সাত জনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। বুধবারই ধৃত চার জনকে আদালতে তোলা হবে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই সাত জনকে জেরা করে নতুন কোনও নাম উঠে আসে কি না, সেটাই দেখার।

পুলিশ সূত্রে খবর, বুধবার ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, তাদের মধ্যে রয়েছেন তিন প্রাক্তন ছাত্র। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতারির সিদ্ধান্ত নেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ধৃত চার জনই পলাতক ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গেছে, মহম্মদ আসিফ, মহম্মদ আরিফ, অঙ্কন সরকার এবং অসিত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে অসিত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বাকিরা বর্তমান পড়ুয়া। এ ছাড়া আরও দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও খবর, বুধবার দুপুর ৩টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ডেকে পাঠানো হয়েছে। যুগ্ম কমিশনার (অপরাধ) তাঁদের সঙ্গে কথা বলবেন।


গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের এক ছাত্র। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পড়ুয়ার পরিবার র‌্যাগিংয়ের অভিযোগ তুলে মৃত ছাত্রের বাবা পুলিশের কাছে লিখিত ভাবে খুনে অভিযোগ করেন।এরপরই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করে পুলিশ।প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়।
এরপর মঙ্গলবার রাতে লালবাজারের গোয়েন্দারা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন। সেই অভিযানে বিভিন্ন জেলা থেকে মোট চার জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ধৃতদের মধ্যে রয়েছেন কাশ্মীরের এক বাসিন্দা। বুধবারই তাঁদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে যেমন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া রয়েছেন, তেমনই রয়েছেন প্রাক্তনীরাও। লালবাজার সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে অন্তত ২০ জন ছাত্র বিশ্ববিদ্যালয় পাশ করে যাওয়ার পরেও ছাত্রাবাস আটকে রয়েছেন। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version