যাদবপুরে টিএমসিপি’র ডেপুটেশনে ঘিরে ধু*ন্ধুমার, জ্ঞান হারিয়ে হাসপাতালে ছাত্রনেত্রী রাজন্যা

ডেপুটেশন জমাকে ঘিরে উত্তাল ক্যাম্পাস চত্বর। অশা*ন্তির মাঝেই তৃণমূলের ছাত্র পরিষদের জনপ্রিয় নেত্রী রাজন্যা হালদারের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তাঁকে শারীরিক নি*গ্রহ ও মার*ধরের অভি*যোগ উঠেছে।

হস্টেলে সিনিয়রদের অত্যাচার ও অপমানের শিকার হয়ে অকালে ঝড়ে গিয়েছে প্রথম বর্ষের এক ছাত্রের প্রাণ। ওই ছাত্রের এমন মর্মান্তিক, নির্মম পরিণতির জন্য প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আগেই ঘটনার নিন্দা করে বিরাট প্রতিবাদ মিছিল ও সভা করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আজ, বুধবার বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উল্টো দিকে ৮বি বাসস্টান্ডের পাশে ধর্ণায় বসেছিল টিএমসিপি (TMCP) সমর্থকরা। সেই ধর্ণা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল টিএমসিপি ছাত্র প্রতিনিধিরা। যাদের মধ্যে প্রায় সকলেই ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া। আর তখনই বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে হামলা চালানোর অভিযোগ ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ডেপুটেশন জমাকে ঘিরে উত্তাল ক্যাম্পাস চত্বর। অশান্তির মাঝেই তৃণমূলের ছাত্র পরিষদের জনপ্রিয় নেত্রী রাজন্যা হালদারের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তাঁকে শারীরিক নিগ্রহ ও মারধরের অভিযোগ উঠেছে। জ্ঞান হারান তৃণমূল ছাত্রনেত্রী রাজন্যা। তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন ধর্ণা মঞ্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ডিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় টিএমসিপি নেতৃত্ব। এদিকে কয়েক ঘণ্টা ধরে অরবিন্দ ভবনে ডিনকে ঘেরাও করেছিলেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এর মাঝেই সেখানে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দু’পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পর্যায়ে চলে যায়।