Friday, August 22, 2025

ফের জেহাদের শিকড় বাংলাদেশে, মিলল নয়া জঙ্গি আস্তানার খোঁজ

Date:

Share post:

বাংলাদেশে(Bangladesh) ফের জেহাদের শিকড়। মিলল নতুন জঙ্গি আস্তানার খোঁজ। বাংলাদেশের পাহাড়ঘেরা চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি থেকে সরে গিয়ে এবার মৌলভিবাজার জেলার পাহাড়ি এলাকাগুলিতে ডেরা বানিয়েছে জেহাদিরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন সরকার(Government)। গত সোমবার কুলাউড়া উপজেলায় গ্রেফতার(Arrest) করা হয়েছে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জঙ্গিকে।

কুলাউড়ার কালাপাহাড়ে ‘ইমাম মাহমুদের কাফেলার সদস্যদের’ নতুন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার স্থানীয়দের হাতে আটক হয় ১৭ জঙ্গি। তাদের মধ্যে থেকে একজনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। আস্তানা থেকে অস্ত্র-সহ গুলি উদ্ধার করা হয়। এছাড়া, আটক করা জঙ্গিদের ব্যাগ তল্লাশি করে নগদ দু লক্ষ টাকা ও ৯৫টি ডেটনেটর উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা মৌলভিবাজারের কুলাউড়ায় জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে যুবতী-সহ ১৩ জনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ধৃতদের মধ্যে ৬ যুবতী, ৪ পুরুষ ও ৩ শিশু ছিল। ধৃতরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল। তবে এই অভিযানে জঙ্গি সংগঠনকে অঙ্কুরেই নস্যাৎ করা হয়েছে বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

পুলিশের কাছে তথ্য ছিল ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানায় নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে তোলা হচ্ছে। ধৃতদের কাছ থেকে ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার, ৫০টি ডেটোনেটর, আড়াই কেজি বিস্ফোরক, প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়। এই অপারেশনের নাম ছিল- ‘অপারেশন অফ হিলসাইট।’ যে বাড়িতে অভিযান চালানো হয় ওই বাড়ির বাসিন্দা নয় ধৃতরা। কয়েক দিন থেকে ধৃতরা সেখানে বসতি গেড়েছিল। এলাকার কারও সঙ্গে খুব একটা মিশত না ধৃতরা। চলাচল ছিল সন্দেহজনক। নতুন এই উগ্রপন্থী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে।

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...