সাইবার অ.পরাধ রুখতে নয়া পদক্ষেপ, রাজ্য পুলিশে চালু হচ্ছে নতুন উইং

কলকাতা পুলিশের ধাঁচে এবার সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও চালু হচ্ছে পৃথক সাইবার অপরাধ বিভাগ। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আইপিএস আধিকারিক হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউ টাউনে নবগঠিত রাজ্য পুলিশের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিশের অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ করা হবে। মূলত, কম্পিউটারে দক্ষ এবং এই নতুন উইংয়ে কাজ করতে আগ্রহীদের নিয়োগ করা হবে। ডি এস পি, ইন্সপেকটর, এস আই, এ এস আই, কনস্টেবল পদে নিয়োগ হবে। রাজ্যের সব জেলাতেই এই সাইবার ক্রাইম উইংয়ের শাখা থাকবে। যেখানে থাকবেন প্রশিক্ষিত গোয়েন্দারা। নিউ টাউনের সদর দফতরে কন্ট্রোল রুমের পাশাপাশি সাইবার ল্যাব, হেল্প লাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই জেলার সাইবার অপরাধ শাখার সঙ্গে সমন্বয় রাখা হবে। এরফলে রাজ্যের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করছে রাজ্য সরকার। তাঁদের অভিযোগ জানাতে ভবানী ভবনে ছুটে আসতে হবে না। পাশাপাশি রাজ্য পুলিশের এলাকাতেও সাইবার অপরাধ মোকাবিলা করা সহজতর হবে।

আরও পড়ুন- বাইপাসে হবে আতশবাজি হাব, জায়গা চূড়ান্ত করল রাজ্য সরকার

Previous articleএএফসি কাপে দুরন্ত জয় মোহনবাগানের, মাছিন্দ্রা এফসিকে হারাল ৩-১ গোলে
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ