Tuesday, August 26, 2025

কুস্তি সংস্থার নির্বাচনে না থেকেও রয়েছেন ব্রিজভূষণ! অসন্তুষ্ট বজরং-রা

Date:

আপাতত স্থগিত কুস্তি সংস্থার নির্বাচন। এই নির্বাচনে লড়তে পারবেন না বিদায়ী ব্রিজভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কেউ, একথা আগেই নিশ্চিত করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তবে সূত্রের খবর, নির্বাচনে পুরোপুরি এরানো যাচ্ছে না ব্রিজভূষণের প্রভাব। জানা যাচ্ছে, সভাপতি পদে যাঁরা লড়ছেন একজন যিনি ব্রিজভূষণের ঘনিষ্ঠ। এছাড়াও বিভিন্ন পদে লড়ছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠেরাই। আর এই ঘটনা ভালভাবে নিতে পারছেন না প্রতিবাদী কুস্তিগিরেরা। আর এই নিয়ে মুখ খুললেন আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া। তাঁদের মতে, ব্রিজভূষণের ঘনিষ্ঠেরা যদি নির্বাচনে লড়েন তাহলে কোনও দিন কুস্তিসংস্থা দুর্নীতিমুক্ত করা যাবে না এবং মহিলা কুস্তিগিরেরা নিজেদের নিরাপদ মনে করবেন না।

এই নিয়ে বজরং পুনিয়া বলেন,” ব্রিজভূষণের ঘনিষ্ঠেরা নির্বাচনে লড়ছেন। সঞ্জয় কুমার সিং সভাপতি পদে লড়ছেন। উনি জিতলে কার্যত ব্রিজভূষণেরই জয় হবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিজভূষণ বা ওঁর পরিবারের কেউ নির্বাচনে লড়বেন না। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। সরকারকে নিজেদের প্রতিশ্রুতি রাখতে হবে। না হলে মহিলা কুস্তিগিরেরা নিরাপদ থাকবেন না। কত দিন এ ভাবে ভয় পেয়ে জীবন কাটাবেন।”

বজরং আরও বলেন,” যদি কুস্তিসংস্থায় ব্রিজভূষণের সঙ্গে জড়িত কেউ না থাকেন, তাহলেই কেবল নির্যাতিত মহিলা কুস্তিগিরেরা সাহস পাবেন কথা বলার। কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন সেটা বলতে পারবেন। ব্রিজভূষণ খুবই ক্ষমতাশালী, উপর মহলের সঙ্গে যোগাযোগ রয়েছে। এটাই আমরা বদলাতে চাই।”

এই মুহূর্তে যৌন নির্যাতনের বিরুদ্ধে দিল্লির আদালতে বিচার চলছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এখন জামিনে রয়েছেন তিনি। আর কুস্তি সংস্থার নির্বাচনও আপাতত স্থগিত।

আরও পড়ুন:দলের প্রধান সমস‍্যার সমাধান বলে দিলেন শাস্ত্রী, বললেন, চারে খেলানো হোক কোহলিকে

 

 

 

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version