Wednesday, August 27, 2025

ধূপগুড়িতে রাস্তায় বিজেপির গোষ্ঠী কো.ন্দল! দুই নেতার হাতা.হাতি ঘিরে উত্তেজনা

Date:

রাস্তায় নামল বিজেপির গোষ্ঠী কোন্দল। ধূপগুড়িতে বিজেপির (BJP) জেলা সভাপতির হাতে বেধড়ক মার খেলেন বিজেপিরই জলপাইগুড়ি প্রাক্তন জেলা সভাপতি। তাঁকে রীতিমতো মাটিতে ফেলে মারা হয়।

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন বিজেপি প্রার্থী তাপসী রায় (Tapasi Ray) বিজেপির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেসময় মিছিলে ঢুকে জেলা বিজেপির প্রাক্তন সহ-সভাপতি অলোক চক্রবর্তী (Alok Chakraborty), বিজেপি প্রার্থী তাপসী রায় ও বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীকে ফুল দিতে যান। সেসময় অলোক চক্রবর্তীকে মিছিলের সামনে থেকে ধাক্কা দেন বাপি গোস্বামী। রাস্তায় পড়ে যান অলোক। এরপর অলোক চক্রবর্তীকে লাথি মারতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষকে। রীতিমতো দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এর সামনেই মারধর করা হয়। পরবর্তীতে সেখান থেকে চলে যান বিজেপি নেতা তথা জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী।

এদিকে অলোকের দাবি, তাঁকে বিজেপি বহিষ্কার করেছে এরকম কোনও চিঠি তিনি পাননি। তিনি বলেন,” শহিদ পরিবারের সদস্যাকে বিজেপি প্রার্থী করেছে। তাঁকে আগাম শুভেচ্ছা জানাতে এবং তাঁকে দেখতেই আমি এসেছিলাম। তবে আজ যেই ঘটনা ঘটলো সেটা সাধারণ কর্মীরা বিচার করবে।” যদিও এই বিষয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী কোনো মন্তব্য করেনি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version