Thursday, August 21, 2025

ইস্তফা দিতে বাধ্য হলেন মোদি সরকারের ভোট-কারচুপি প্রকাশ্যে আনা বাঙালি অধ্যাপক

Date:

মোদি সরকারের ক্ষমতায় আসার কারচুপি প্রকাশ্যে এনেছিলেন হরিয়ানার সোনপতের অশোকা বিশ্ববিদ্যাতলয়ের অর্থনীতির অধ্যােপক সব্যসাচী দাস (Sabyasachi Das)। ২০১৯-এর নির্বাচনে কীভাবে কারচুপি করে বিজেপি (BJP) জয় পেয়েছে তার বিস্তারিত তথ্যa ছিল সব্যবসাচীর পেপারে। প্রবল চাপের মুখে এবার ইস্তফা (Resign) দিতে বাধ্য হলেন অশোকা বিশ্ববিদ্যাবলয়ের বাঙালি অধ্যা পক। যদিও ইস্তফাপত্রে চাপের কথা উল্লেখ করেননি সব্যসাচী। তবে, কারণ সবার কাছেই স্পষ্ট।

কয়েক মাস আগেই অশোকা বিশ্ববিদ্যা লয়ের অর্থনীতির অধ্যাফপক সব্যসাচীর গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি কারচুপি করে জিতেছে বলে তথ্য তুলে ধরেন সব্যসাচী। ‘ডেমোক্র্যাবসি ব্যানকস্লাইডিং ইন দ্যব ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্র্যারসি’ শীর্ষক গবেষণা পত্রে অধ্যােপক সব্যাসাচী দাস জানান, সংখ্যাডলঘু শ্রেণির মানুষদের লক্ষ্যর করা হয়নি। তবে, প্রতারণার প্রমাণ মিলেছে বা বিস্তৃত এলাকা জুড়ে কারচুপি হয়েছে এমন কথা গবেষণাপত্রে কোথাও নেই বলে জানান সব্যসাচী। কিন্তু নানা রকম কারসাজির মাধ্যমে বর্তমান কেন্দ্রীয় শাসকদল ৯ থেকে ১৮টি আসন তাদের আয়ত্তে এনেছে।

এটি সামনে আসার পর থেকেই তাঁকে নানাভাবে ভয় দেখানো হয় ও হয়রানি করা হয় বলে অভিযোগ। এরপরেই ইস্তফা দেন অর্থনীতির অধ্যা পক। ইতিমধ্যেই বিশ্ববিদ্যানলয় তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছে। অশোকা বিশ্ববিদ্যা লয়ের উপাচার্য সোমক রায়চৌধুরি বলেন, এখানে প্রতিটি ফ্যা কাল্টির অধিকার রয়েছে যে কোনও বিষয় নিয়ে গবেষণা করার। যে কোনও বিষয় করারও স্বাধীনতা রয়েছে। গবেষণা পত্রের বিষয় বদল করার জন্যেও কোনওরকম ভাবে চাপসৃষ্টি করা হয় না। অধ্যারপক দাসের ক্ষেত্রেও তাই হয়েছে বলে দাবি উপাচার্যের।

 

এদিকে অধ্যা পক দাসের ইস্তফার খবর সামনে আসতেই শিক্ষাবিদ এবং সমাজকর্মীর তরফে প্রতিবাদ করা হয়। অধ্যাযপক দাসের সমর্থনে কোনও অধ্যাপক না দাঁড়ানোয় সরব হয়েছেন অর্থনীতিবিদ জয়তী ঘোষ। যদিও অর্থনীতি বিভাগের তরফে বিষয়টিতে গভর্নিং বডির হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version