Tuesday, November 4, 2025

বাংলা থেকে মার্কিন মুলুকে রফতানি বেড়েছে ৫৫ শতাংশ, জানালেন অমিত মিত্র

Date:

রাজ্যে রফতানি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বাংলা থেকে মার্কিন মুলুকে রফতানি বেড়েছে ৫৫ শতাংশ। বৃহস্পতিবার ‘ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স’ (IACC)-এর কনক্লেভে ইন্দো-ভারত শিল্পসভায় বাংলার এই অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরলেন রাজ্যের মুখ‌্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। বলেন, ‘‘২০২২-২৩ আর্থিক বর্ষে বাংলা থেকে আমেরিকায় ১৩-১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানি হয়েছে। যা দেশের মোট ব্যবসার ১০ শতাংশ। কোভিড পরবর্তী সময়ে যা যথেষ্ট উৎসাহব্যঞ্জক।’’

বাংলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর অলঙ্কার রফতানি হয়। সেই কথা মনে করিয়ে এদিন অমিত মিত্র বলেন, ‘‘বাংলা থেকে অলঙ্কার রফতানি হয়েছে ১.২ বিলিয়ন মার্কিন ডলার। অলঙ্কার শিল্পে তাই আরও জোর দিতে হবে।’’ বাংলা থেকে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলারের চিংড়ি রফতানি হয়েছে। ইউনিভার্সিটি অফ আরিজোনার সহযোগিতায় মেদিনীপুরে ‘সেন্টার ফর রিডাকশন অফ ডিজিস অ‌্যামং ফিশ’ গড়ে উঠেছে। এই কেন্দ্র চিংড়ির মান যাতে রক্ষিত হয় তা নিশ্চিত করবে। বাংলা থেকে আমেরিকায় মানব চুল ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার রফতানি হয়েছে। বানতলা থেকে ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস রফতানি হয়েছে ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

একের পর এক তথ‌্য তুলে ধরেন অমিত। তাঁর পর্যবেক্ষণ, ‘‘রাজ্যে কোল বেড মিথেন তৈরি করছে দুটো সংস্থা। শেল গ্যাস তৈরি হচ্ছে। দুটো ক্ষেত্রে আমেরিকার সঙ্গে গাঁটছড়া বাঁধার সম্ভাবনা রয়েছে। এছাড়া ‘কাস্টিং এন্ড ফোর্জিং’, শুকনো ফুল, এই সব ক্ষেত্রেও আমেরিকা বড় ক্রেতা।’’ এদিন কল্যানীতে তৈরি হওয়া ফ্লিপকার্ট কেন্দ্রের কথা মনে করিয়ে দেন রাজ্যের মুখ‌্য আর্থিক উপদেষ্টা। জানান, ওখানে ১২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এমন ধরনের ‘পার্টনারশিপ’ হলে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন কনসাল জেনারেল এইচ ই এমএস মেলিন্দা পাভেক, খাদ‌্য প্রক্রিয়াকরণ ও হর্টিকালচার দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্ত, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর-সিইও অধ‌্যাপক ডা. সুজয় বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন:শ্রাবণ সন্ধ্যায় সাঙ্গীতিক উপস্থাপনা ‘বরষা মেশে কৃষ্ণ বেশে’! কথায়-কবিতায় অন্যরূপে সত্যম রায় চৌধুরী

 

 

 

Related articles

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...
Exit mobile version