আর মাত্র হাতে গোনা দিন ছয়েকের অপেক্ষা। তারপরই চাঁদের পৃষ্ঠ স্পর্শ করবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মহাকাশযান। তার আগে বৃহস্পতিবার আরও একটি অগ্নিপরীক্ষা ছিল এই মহাকাশযানের কাছে। বৃহস্পতিবারই প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার মডিউলটি। ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) আগামী বুধবার চাঁদে নামবে। এদিকে চাঁদের যত নীচে নামতে থাকবে ততই কক্ষপথ বৃত্তাকার হতে থাকবে। এরপর পাক খেতে খেতে ক্রমশ নীচে নামতে থাকবে। আগামী ২৩ এবং ২৪ অগাস্টের মধ্যে চন্দ্রযান-৩ কে চাঁদে অবতরণের পরিকল্পনা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর (ISRO)। চাঁদের দক্ষিণ মেরুতে এই মহাকাশযানকে অবতরণ করানো হবে।

চার বছর আগে ঠিক এই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। তাই, এই পর্যায় নিয়ে খুবই চিন্তিত বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ। অত্যন্ত দুর্গম খানাখন্দে ভরা চাঁদের এই দক্ষিণ মেরু। এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ এই অংশে মহাকাশযান অবতরণ করাতে পারেনি। এখানকার পৃষ্ঠ আক্ষরিক অর্থেই এবড়ো খেবড়ো। এই অংশে চাঁদের পৃষ্ঠ স্পর্শ করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। গত ১৪ জুলাই উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩-কে। প্রথম কয়েক দিন পৃথিবীর কক্ষপথেই পাক কাটছিল এই মহাকাশযান। বুধবার ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, চাঁদের ১৫৩ কিলোমিটার X ১৬৩ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩।

Chandrayaan-3 Mission:
‘Thanks for the ride, mate! 👋’
said the Lander Module (LM).LM is successfully separated from the Propulsion Module (PM)
LM is set to descend to a slightly lower orbit upon a deboosting planned for tomorrow around 1600 Hrs., IST.
Now, 🇮🇳 has3⃣ 🛰️🛰️🛰️… pic.twitter.com/rJKkPSr6Ct
— ISRO (@isro) August 17, 2023
তবে বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে বিক্রম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইসরো আগে থেকেই ঘোষণা করে রেখেছে, আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার। কিন্তু অনেকেই মনে করছেন, নির্ধারিত সময়ের আগে চাঁদে নেমে পড়তে পারে বিক্রম। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে এলভিএম৩/এম৪ রকেটের সাহায্যে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান-৩-এর। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান ৩ পৌঁছে যায় চাঁদের কক্ষপথে। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে সফ্ট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর।
