Friday, August 22, 2025

হিংসায় ফের মৃত ৩, ইয়েচুরির নেতৃত্বে মণিপুর পরিদর্শনে সিপিএম

Date:

হিংসায় লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। ফের জ্বলে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার সকালে মণিপুরে টাংখুল কুকি -অধ্যুষিত উখরুলের একটি গ্রামে হিংসার নতুন ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদিকে মণিপুর(Manipur) পরিস্থিতি পর্যবেক্ষণে আজই সেখানে যাচ্ছেন সিপিএমের(CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির(Sitaram yeachuri) চার সদস্যের এক প্রতিনিধি দল। যেখানে রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, সুপ্রকাশ তালুকদার সুহ বাংলার সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। ২০ অগস্ট পর্যন্ত উত্তর পূর্বের এই রাজ্যে সফর করবে সিপিআইএম-এর প্রতিনিধি দলটি।

এদিন সকালে দিল্লি থেকে মণিপুরের উদ্দেশে রওনা হয় সিপিআইএম প্রতিনিধি দলটি। বিমানবন্দরে সংবাদ সংস্থা এএনআইকে সীতারাম ইয়েচুরি বলেন, “আমরা মণিপুরের জনগণের প্রতি সহানুভুতি প্রকাশ করতে যাচ্ছি। আমরা তাদের বলতে চাই, গোটা ভারত আপনাদের পাশে আছে। মণিপুরের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, আমরা করব। রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক, এবং অবিলম্বে হিংসা বন্ধের প্রয়োজন। দেশের ঐক্যের জন্য এই হিংসা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।” গত মাসে সিপিআইএম এবং সিপিআই-এর এক যৌথ প্রতিনিধি দল হিংসা-ধ্বস্ত মণিপুরে গিয়েছিল। সেই দলে ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, জন ব্রিতাস, বিনয় বিশ্বম, কে সুব্বারায়ণ এবং পি সন্দোষ কুমার। ৬ থেকে ৯ জুলাই , উপত্যকা ও পাহাড়ের আশ্রয় শিবির এবং বিভিন্ন হিংসা-ধ্বস্ত স্থানগুলি পরিদর্শন করেছিলেন তাঁরা। এবার এককভাবে মণিপুর পরিদর্শনে রওনা দিল সিপিএম।

এদিকে শুক্রবার সকালে মণিপুরে ৩ মৃত্যুর ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানা গিয়েছে, উখরুল শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত কুকি গ্রাম থুয়াই কুকিতে, এদিন ভোর সাড়ে চারটা নাগাদ এই হামলা হয়। ঘটনায় প্রাণ হারান থাংখোকাই হাওকিপ, জামখোগিন হাওকিপ এবং হলেনসন বেইট। উখরুলের এসপি নিংশেম ভাসুম জানান, ওই তিনজন গ্রাম পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। কিছু সশস্ত্র দুষ্কৃতী ভোররাতে গ্রামে প্রবেশ করে এবং গ্রাম পাহারায় থাকা এই তিনজনকে গুলি করে হত্যা করে। ঘটনার পর ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সেনা। রাজ্যের মেইতি এবং কুকি-জোমি সম্প্রদায়ের মধ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটলেও উখরুল জেলায় হিংসার ঘটনা এই প্রথম।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version