Monday, November 10, 2025

RSS-এর সাপ্তাহিক মুখপত্রের প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের

Date:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর সাপ্তাহিক মুখপত্র ‘অর্গানাইজার’-এ (Organiser) প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ দিল দিল্লি আদালত (Delhi High Court)। জানা যাচ্ছে ‘ভারতীয় ক্যাথলিক চার্চ যৌন কেলেঙ্কারি: পুরোহিত শোষণ নান এবং হিন্দু মহিলাদের প্রকাশ’ শীর্ষক নিবন্ধটি ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নামে আরেকটি সংবাদ পোর্টালে ২০২৩ সালের জুনে প্রকাশিত হয়েছিল। এতে দিল্লি-ভিত্তিক খ্রিস্টান সংখ্যালঘু স্কুলের অধ্যক্ষ নান এবং হিন্দু মহিলাদের উপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল বলে আরএসএস -এর (RSS)তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি সেই লেখায় উল্লেখ করা হয় যে ছাত্র, কর্মচারী এবং শেফরা নানাভাবে যৌন কার্যকলাপে জড়িত। এরপরেই স্কুলের অধ্যক্ষ আদালতের দ্বারস্থ হন এবং প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে মানহানির মামলা করেন। সেই মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং দুই প্রকাশনা সংস্থাকেই তাঁদের প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদন সরাতে বলেন।

স্কুলের অধ্যক্ষের তরফে বলা হয়েছিল যে, তিনি বিভিন্ন স্কুলে সিনিয়র পদে রয়েছেন, কিন্তু তাঁর বিরুদ্ধে কখনই আর্থিক অনিয়ম বা কোনও যৌন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। তিনি আদালতে জানান যে নিবন্ধটি শুধুমাত্র তাঁর এবং ধর্মপ্রচারকদের খ্যাতিকে ক্ষুণ্ণ করার জন্য এবং তাঁর পদোন্নতি রোধ করার জন্য পরিকল্পিতভাবে প্রকাশিত হয়েছিল। দুটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। আদালত বলেছে যে, প্রাথমিকভাবে, ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নিবন্ধগুলি “কোনও সত্যতা যাচাই ছাড়াই বেপরোয়াভাবে লেখা প্রকাশ করেছে এবং সংবাদ প্রতিবেদনটি দেশের একজন সম্মানিত নাগরিক তথা স্কুলের অধ্যক্ষের ভাবমূর্তি এবং সুনামকে কলঙ্কিত করছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version