Wednesday, November 12, 2025

RSS-এর সাপ্তাহিক মুখপত্রের প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের

Date:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর সাপ্তাহিক মুখপত্র ‘অর্গানাইজার’-এ (Organiser) প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ দিল দিল্লি আদালত (Delhi High Court)। জানা যাচ্ছে ‘ভারতীয় ক্যাথলিক চার্চ যৌন কেলেঙ্কারি: পুরোহিত শোষণ নান এবং হিন্দু মহিলাদের প্রকাশ’ শীর্ষক নিবন্ধটি ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নামে আরেকটি সংবাদ পোর্টালে ২০২৩ সালের জুনে প্রকাশিত হয়েছিল। এতে দিল্লি-ভিত্তিক খ্রিস্টান সংখ্যালঘু স্কুলের অধ্যক্ষ নান এবং হিন্দু মহিলাদের উপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল বলে আরএসএস -এর (RSS)তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি সেই লেখায় উল্লেখ করা হয় যে ছাত্র, কর্মচারী এবং শেফরা নানাভাবে যৌন কার্যকলাপে জড়িত। এরপরেই স্কুলের অধ্যক্ষ আদালতের দ্বারস্থ হন এবং প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে মানহানির মামলা করেন। সেই মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং দুই প্রকাশনা সংস্থাকেই তাঁদের প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদন সরাতে বলেন।

স্কুলের অধ্যক্ষের তরফে বলা হয়েছিল যে, তিনি বিভিন্ন স্কুলে সিনিয়র পদে রয়েছেন, কিন্তু তাঁর বিরুদ্ধে কখনই আর্থিক অনিয়ম বা কোনও যৌন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। তিনি আদালতে জানান যে নিবন্ধটি শুধুমাত্র তাঁর এবং ধর্মপ্রচারকদের খ্যাতিকে ক্ষুণ্ণ করার জন্য এবং তাঁর পদোন্নতি রোধ করার জন্য পরিকল্পিতভাবে প্রকাশিত হয়েছিল। দুটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। আদালত বলেছে যে, প্রাথমিকভাবে, ‘অর্গানাইজার’ এবং ‘দ্য কমিউন’ নিবন্ধগুলি “কোনও সত্যতা যাচাই ছাড়াই বেপরোয়াভাবে লেখা প্রকাশ করেছে এবং সংবাদ প্রতিবেদনটি দেশের একজন সম্মানিত নাগরিক তথা স্কুলের অধ্যক্ষের ভাবমূর্তি এবং সুনামকে কলঙ্কিত করছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version