Monday, November 10, 2025

রানাঘাটে একইদিনে রামধনু জোটের প্রতিনিধি দল, যাদবপুরে ছাত্রমৃ.ত্যু নিয়ে রাজনীতি!

Date:

যাদবপুরে (Jadavpur University) ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রামধনু জোট। বুধবারই মৃত ছাত্রের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তার পরপরই রামধনু জোটের তৎপরতা তুঙ্গে। শুক্রবার সকালেই নদিয়ায় (Nadia) মৃত পড়ুয়ার মামার বাড়িতে গেলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ((Sujan Chakraborty), সায়ন বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দল। পাশাপাশি এদিন দুপুরেই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১৫ জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে মৃত পড়ুয়ার মামার বাড়িতে যান শুভেন্দু। যান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যও (Pradip Bhattacharya)। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি (CCTV) লাগানোর কথা বলেন তাঁরা। তবে বিরোধীদের অভিযোগ, যাদবপুরের মৃত ছাত্রকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে রামধনু জোট। আর সেকারণেই নানা অছিলায় অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে তাঁরা।

অন্যদিকে, বৃহস্পতিবারই যাদবপুরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভা চলছিল। সেখানেই বক্তব্য রাখতে যান বিরোধী দলনেতা। অভিযোগ, শুভেন্দু বক্তব্য রাখার সময়ে কালো পতাকা দেখানো হয় বাম ছাত্র সংগঠনের তরফে। এরপরেই দলবদলুকে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় গোটা চত্বরে। এর পরে যাদবপুরেই অভিযোগ দায়ের করেন শুভেন্দু।

একটি টুইট করে এই নিয়ে এফআইআর করার কথা জানিয়েছেন তিনি। পরে শুক্রবার সকালে বিষয়টি টুইট করে জানান শুভেন্দু অধিকারী নিজেই। তিনি লেখেন, রেভোলিউশনারি স্টুডেন্টস ফেডারেশন নামে অতিবাম সংগঠনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা বৃহস্পতিবার আমার উপর হামলা চালায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে এরাই। অন্যদিকে যাদবপুরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version