ধূপগুড়ির উপনির্বাচনের প্রচারে ঝ.ড় তৃণমূলের, বাড়ি-বাড়ি জনসংযোগ

বিপুল ভোটে রাজ্যজুড়ে জোড়া ফুলের জয়। তাও উপনির্বাচনে এক ছটাক জমি ছাড়তে নারাজ শাসকদল। ধূপগুড়ির (Dhupaguri) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃণমূল (TMC)। দলীয় প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে (Nirmalchandra Ray) নিয়ে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শনিবারের প্রচার শুরুর আগে নির্মলচন্দ্র বড় কালীমন্দিরে পুজো দেন। একইসঙ্গে দেওয়াল লিখনেও হাত লাগান। প্রচারের ফাঁকে মানুষের সুযোগ-সুবিধা, অভাব-অভিযোগ শোনেন। তিনি বলেন, জনগণের উন্নতির জন্য আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনাদের পাশে থেকে কাজ করব। আজ মা কালীর আশীর্বাদ নিলাম। তিনি আমায় শক্তি জোগান। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হবে। দল ইতিমধ্যেই তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। শীর্ষ নেতৃত্বের সাফ কথা, উপনির্বাচন হলেও এক ইঞ্চি জমি ছাড়া হবে না বিজেপিকে।

আরও পড়ুন- ভিন রাজ্যে পড়তে গিয়ে কলকাতার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু, আত্মহত্যা মানতে নারাজ পরিবার

 

Previous articleভিন রাজ্যে পড়তে গিয়ে কলকাতার পড়ুয়ার রহস্যমৃ.ত্যু, আত্মহত্যা মানতে নারাজ পরিবার
Next articleযাদবপুরকাণ্ডে সৌরভের মারা.ত্মক স্বীকারোক্তি! জেরা করলেন স্বয়ং কমিশনার