Saturday, May 17, 2025

শিল্পের সমাধানে অভিনব কর্মসূচি, সাড়ে ৫ লক্ষ শিল্পোদ্যোক্তার অংশগ্রহণ

Date:

প্রায় সাড়ে ৫ লক্ষ শিল্পোদ্যোক্তার অংশগ্রহণে শেষ হল রাজ্য সরকারের (State Governor) অভিনব শিল্পের সমাধানে কর্মসূচি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং শিল্পোদ্যোগীদের উৎসাহিত করতে গত পয়লা অগাস্ট থেকে এই কর্মসূচি শুরু করেছিল রাজ্য সরকার। প্রথম থেকেই ব্যাপক সাড়া পড়ে ওই কর্মসূচিতে। যা অব্যাহত ছিল শেষ দিন পর্যন্ত। নবান্ন সূত্রে খবর, এক থেকে ১৮ অগাস্ট পর্যন্ত শিল্পের সমাধানে কর্মসূচিতে মোট ২৯৩০ টি শিবিরের আয়োজন করা হয়। অংশ নেন ৫ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুক্রবার কর্মসূচির শেষ দিনে মোট ১৬৯ টি শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলা স্তরের কর্মসূচির আয়োজন করা হয় হাওড়ার বালটিকুরি, শিল্প তালুক এবং ট্যাংরা ও কসবা এলাকায় রাজ্য শিল্প উন্নয়ন নিগমের জমিতে। রাজ্য শিল্পন্নয়ন নিগমের তথ্য অনুযায়ী শেষ দিনে ওই কর্মসূচিতে সাড়ে পাঁচটা পর্যন্ত অংশ নিয়েছেন মোট ২৩৯০ জন উদ্যোগপতি।

তৃতীয়বার ক্ষমতায় এসে রাজ্যকে শিল্পে দেশের এক নম্বর করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্পকে ভিত্তি করতে চেয়েছে রাজ্য সরকার। তাই এই শিল্পে অতিরিক্ত গুরুত্ব দিয়েই নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে নবান্ন। তার প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় ‘শিল্পের সমাধানে’ শিবির আয়োজন করা হয়। মূলধন জোগাড় থেকে শুরু করে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কী কী করা উচিত, তা জানানো হয় উদ্যোগী যুবক-যুবতীদের। রেডিমেড পোশাক, শালপাতার থালা-বাটি তৈরি, স্টিল ও অ্যালুমিনিয়ামের বাসন তৈরি, চায়ের দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে ফাস্ট ফুডের ব্যবসা। এরকম ৭০টি ব্যবসার জন্য আলাদা আলাদা ‘মডেল ডিপিআর’ তৈরি করেছে রাজ্য। শিবিরে আগ্রহীদের হাতে সেই ডিপিআর তুলে দেওয়া হয়। মূলধনের প্রয়োজন থাকলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে শিবির থেকেই ঋণের ব্যবস্থাও করা হয়েছে। প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে-সহ সংশ্লিষ্ট দফতরের পদস্থ আধিকারিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী (Harikrishna Dwibedi)।

সরকারি নথি অনুযায়ী, প্রথম চারদিনেই ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ আসেন ‘শিল্পের সমাধানে’ শিবিরে। সেখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সঙ্গে যুক্তরা ‘উদ্যম’ পোর্টালে নিজেদের নাম তুলতে পেরেছেন। এই পোর্টালে নাম থাকলে সমাধান প্রকল্পের মাধ্যমে তাঁরা ব্যবসার টাকা সুরক্ষিত রাখতে পারবেন। শিবিরে এসে তাঁতিরাও নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার শিবির। নবান্ন সূত্রে খবর, সেখানেও হস্তশিল্পী, তাঁতশিল্পীরা ‘উদ্যম’ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন- সুরেশ প্রভুর সভাপতিত্বে অর্থনীতিবিদ ফোরামের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠান

 

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...
Exit mobile version