Monday, November 10, 2025

ছাত্রমৃ.ত্যুকে কেন্দ্র করে অ.শান্তির চেষ্টা! গেরুয়া বাহিনীর দাপটে অবরুদ্ধ ৮বি চত্বর

Date:

যাদবপুরের (Jadavpur) ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্য। আর পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে নোংরা খেলায় মেতে উঠেছে গেরুয়া শিবির। লাগাতার যাদবপুর (Jadavpur) এইট বি বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির (BJP) যুব মোর্চার। শনিবার তাদের ধর্না তৃতীয় দিনে পড়ল। আর চতুর্থ দিনেও রাস্তায় বসে লাগাতার স্লোগান দিতে থাকে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। শুক্রবারই বিনা অনুমতিতে মঞ্চ তৈরির অভিযোগ ওঠে যুব মোর্চার বিরুদ্ধে। আর সেকারণেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঞ্চ খুলে দেন বলে খবর। আর বিজেপির এই গাজোয়ারিতেই অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো শনিবারও অফিস পৌঁছতে গিয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রমৃত্যুর প্রতিবাদে শুরু হয়েছে বিজেপির কর্মসূচি। দলের নেতাদের দাবি, ১৯ অগাস্ট শনিবার পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়ে যাদবপুর থানাকে চিঠি দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে বিজেপি নেতারা সেখানে পৌঁছলেই পুলিশ আধিকারিকরা এসে জানান, পুলিশি অনুমতি বাতিল করা হয়েছে। আধ ঘণ্টার মধ্যে মঞ্চ খুলে ফেলতে হবে। কিন্তু মঞ্চ খুলতে রাজি ছিলেন না বিজেপি নেতারা। পরে পুলিশ বেআইনি মঞ্চ খুলে দিলে বাধে বিপত্তি। এরপরই মঞ্চের সামনে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। তার পর তারা যান যাদবপুর থানার সামনে। সেখানেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version