Saturday, November 22, 2025

পুরসভায় BJP-র ‘বেআইনি’ সাংবাদিক বৈঠক! প্রতিবাদ করে আ.ক্রান্ত TMC কাউন্সিলররা, নয়া নির্দেশ মেয়রের

Date:

Share post:

কলকাতা পুরসভায় (KMC) বসেই বেআইনি সাংবাদিক বৈঠকের অভিযোগ বিজেপির (BJP)। আর সেই সাংবাদিক বৈঠক থামিয়ে দেওয়ার চেষ্টা করতেই তৃণমূল কাউন্সিলরদের (TMC Councilor) উপর হামলা বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে তুমুল গোলমাল কলকাতা পুরসভায়। বিজেপি কাউন্সিলরের সিআরপিএফ রক্ষীর দ্বারা আক্রান্ত ২ তৃণমূল কাউন্সিলর। এর জেরে আগামী সোমবার থেকে কোনও ব্যক্তিগত রক্ষী বা বহিরাগত পুরসভার কাউন্সিলর ক্লাবের ভিতরে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (FIrhad Hakim)।

বিজেপি কাউন্সিলরের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলে বলে অভিযোগ। সবমিলিয়ে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা। ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল কাউন্সিলররা। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের অভিযোগ, পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। আমরা সেকথা বলতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতারা। অন্যদিকে, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর অভিযোগ, বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁদের ধাক্কাধাক্কি করেন। জোর করে জামা ছিঁড়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও অসীম বসুর।

শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বেআইনি বাড়ির একাংশ ভেঙে দেয় পুরসভা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে পুরসভার মধ্যেই গায়ের জোরে বচসা থেকে হাতাহাতি শুরু করে বিজেপি কাউন্সিলররা। তবে এক তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, পুরসভার জায়গা দখল করে ওই নির্মাণ গড়া হয়েছিল। আইন মেনেই ভাঙা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

 

 

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...