Sunday, August 24, 2025

বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে অশ্লীল লেখা এবং ভিডিও পোস্ট নিয়ে সমালোচিত হচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল (Mainul Ahsan Noble) । তবে তিনি যত বেশি না গানের জন্য পরিচিতি পেয়েছেন তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত পারফরম্যান্স- সবেতেই অসংলগ্নতার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ, এমন নানা বিতর্কেও তাঁর নাম জড়িয়েছে। এবার নেশাগ্রস্ত অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার (Bike Accident) কবলে পড়লেন বলে জানা যাচ্ছে। স্থানীয়রা তাঁকে বাঁচাতে এলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে গায়ক মইনুল হাসান নোবেলের (Mainul Ahsan Noble) বিরুদ্ধে।

নিত্যদিন একটা না একটা বিতর্কে জড়িয়ে থাকেন নোবেল। এবার মদের নেশায় চুর হয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। জানা যাচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটু দূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এই কাণ্ড ঘটে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নোবেলের মত্ততার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গায়ক বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। পাশাপাশি অসংলগ্ন কথাও বলতে শোনা যায় তাঁকে। এমনকি দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে সাহায্য করতে গেলে গায়ক তাঁদের অপমান করেন বলে জানা যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুলল্লা মদ্যপ নোবেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। তাঁকে ওই অবস্থায় স্থানীয়রা মাথায় জল ঢেলে কোনওরকমে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও নোবেলের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version