Thursday, August 21, 2025

মুখ থুবড়ে পড়ল উন্নয়নের ‘গুজরাট মডেল’, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী অপুষ্টির শিকার ৩৮.০৯%

Date:

ডবল ইঞ্জিন সরকারের আরও এক ব্যর্থতার প্রকাশ্যে। আর সেটা আবার নরেন্দ্র মোদি-অমিত শাহদের গুজরাটে। জুলাইয়ে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের জনসংখ্যার ৩৮.০৯ শতাংশ অপুষ্টির (Malnutrition) শিকার। মুখ থুবড়ে পড়েছে উন্নয়নের ‘গুজরাট মডেল’ (Gujarat Model)। যেখানে পশ্চিমবঙ্গে (West Bengal) পরিস্থিতি অনেক ভালো।

জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক (MPI) রিপোর্ট অনুসারে, গুজরাটের গ্রামীণ জনসংখ্যার প্রায় অর্ধেক ৪৪.৪৫ শতাংশ অপুষ্টির শিকার। শহরাঞ্চলের পরিস্থিতি একটু উন্নত, সেখানে এই হার ২৮.৯৭ শতাংশ। এই তথ্য সামনে আসতেই মোদি-শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। স্যোশাল মিডিয়ায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh) লেখেন, “প্রায়ইগুজরাট মডেলে উন্নয়নের কথা মনে করিয়ে দেন জি টু। কিন্তু নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে যা বলা হয়েছে, তা দেশের মানষের কাছে লুকিয়ে রাখা হয়। গ্রামীণ গুজরাটের প্রায় অর্ধেক মানুষ পুষ্টিকর খাবার পান না। রাজ্যের ৩৮ শতাংশ মানুষ অপুষ্টিতে ভোগেন।
অবহেলিত শিশুদের নিরিখে দেশে চতুর্থ স্থানে গুজরাট। কম ওজনের শিশুদের মধ্যে ভারতে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যের মধ্যে ২ নম্বরে গুজরাট। গ্রামীণ জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি আবাসন থেকে বঞ্চিত।“

নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, অপুষ্টির দিক থেকে গুজরাটের থেকে ভালো অবস্থায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো পিছিয়ে থাকা রাজ্যগুলি। আমেদাবাদের সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক আত্মন শাহ মতে, অপুষ্টি অত্যন্ত গুরুতর উদ্বেগ বিষয়।

২০১৬তে পশ্চিমবঙ্গে যেখানে প্রায় ৩৩.৬ শতাংশ পরিবার এবং গুজরাটের ৪১.৩৭ শতাংশ পরিবারে অন্তত একজন অপুষ্টির শিকার ছিলেন। কিন্তু তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে এই সংখ্যা পশ্চিমবঙ্গে নেমে এসেছে ২৭.৩ শতাংশে। কিন্তু গুজরাটে এখনও ৩৮.৯ শতাংশ। শুধু অপুষ্টিই নয়, আবাসন থেকে বঞ্চিত গুজরাটের জনসংখ্যার ২৩.৩০ শতাংশ। গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও শোচনীয়। কারণ গ্রামীণ জনসংখ্যার ৩৫.৫২ শতাংশ আবাসন থেকে বঞ্চিত।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version