Saturday, November 1, 2025

স্বপ্ন ভঙ্গ রাশিয়ার (Russia), অবতরণের আগেই চন্দ্রপৃষ্ঠে টুকরো টুকরো হয়ে গেল লুনা ২৫ (Luna 25)। চন্দ্রযান ৩-র (Chandrayaan 3) পরে যাত্রা শুরু করলেও ভারতের স্বপ্নের যানের থেকে আগে চাঁদে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা আর সত্যি হল না। শনিবার বিকেল থেকেই একটা আশঙ্কা করা হচ্ছিল। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (ROSCOSMOS) জানিয়েছিল জরুরিকালীন সংকট তৈরি হয়েছে। আজ সকাল থেকে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। দুপুরে জানা গেল ইতিহাস তৈরি করার আগেই রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ (Luna 25) ভেঙে পড়েছে। বিশ্বের আশা ভরসার প্রতীক হয়ে এই মুহূর্তে মহাকাশের বুকে ভারতের চন্দ্রযান ৩ (Chandtayaan 3)।

গত ১১ অগাষ্ট চাঁদের বাড়ি যাওয়ার জন্য রাশিয়া থেকে পাড়ি দেয় লুনা ২৫। অত্যন্ত শক্তিশালী রকেটের সাহায্যে এই মহাকাশযানের লঞ্চ করা হয়েছিল। পুতিনের দেশের দাবি ছিল ২১ অগাস্ট মানে আগামীকাল চাঁদের বুকে অবতরণ করবে এই যান। ভারতের চন্দ্রযান তার দুদিন পরে অর্থাৎ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। যেহেতু এখনও পর্যন্ত এই গোলার্ধ অনাবিষ্কৃত তাই সে ক্ষেত্রে ইতিহাস তৈরি করার সুযোগ ছিল রাশিয়ার কাছে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অত্যন্ত বেশি গতিবেগ শেষপর্যন্ত ধ্বংস করে দিল লুনা ২৫ কে। রাশিয়ার মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ২ টো ৫৭ মিনিট মিনিটে (ভারতীয় সময় বিকেল ৫ টা ২৭ মিনিট) লুনা ২৫-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ৪৭ বছরে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল। সেই মিশন ঘিরে অনেক আশা তৈরি হলেও শেষপর্যন্ত সাফল্য ধরা দিল না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা সেটা এখনো স্পষ্ট না হলেও ভুল কক্ষপথে চলে গিয়েই যত বিপত্তি এমনটাই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

 

Related articles

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...
Exit mobile version