সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কমলা সত.র্কতা

রবিবার থেকেই বৃষ্টির দাপট বাড়বে বাংলায় (Rain in Bengal)। সোম মঙ্গলে প্রতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)জানাচ্ছে আগামীকাল থেকেই উত্তরের পরিস্থিতি দুর্যোগ পূর্ণ হবে, সেই কারণে কমলার সর্তকতা (Orange Alert) জারি করা হয়েছে। ২১ থেকে ২৬ অগাস্ট ভারী বৃষ্টির আরও একটি স্পেল থাকবে বঙ্গে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও রৌদ্রজ্জ্বল আবহাওয়া, কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা অনেকটা বাড়ায় ভ্যাপসা গরমে নাজেহাল একাধিক জেলাবাসী। বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না।

 

Previous articleকম খরচে মহাকাশ অভিযান যথেষ্ট নয়, চন্দ্রযান-৩ নিয়ে আশাবাদী প্রাক্তন ইসরো প্রধান
Next articleবিশ্বকাপের সূচি নিয়ে ফের সমস্যা, কেন আপত্তি এই রাজ‍্য ক্রিকেট সংস্থার?