Sunday, August 24, 2025

ওজন কমিয়ে কী ভাবে ভোল বদল ! ‘ফ্যাট টু ফিট’ মন্ত্রে ভাই.রাল মেদহীন ফারদিন

Date:

ফিরোজ পুত্র ফারদিন খান (Fardeen Khan) বহুদিন পর আবার চর্চায়। একটা সময় বলিউডের চকোলেট বয়দের তালিকায় তাঁর নাম আসতো। ২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করে বলিউডের নজরে পড়েন তিনি। তারপর থেকে দশ বছর কম বেশি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কখনও মুখ্য চরিত্র কখনও আবার পার্শ্ব চরিত্র। তাঁর হাসি, গালে টোল দেখে ‘ফিদা’ হয়েছিলেন অনেক মহিলারাই। উর্মিলা মার্তন্ডকর থেকে করিনা কাপুরের (Kareena Kapoor) মতো তৎকালীন প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও চুটিয়ে কাজ করেছেন। কিন্তু ২০১০ সালে ‘দুলহা মিল গেয়া’ ছবির পর আচমকাই ভ্যানিশ হয়ে যান ফারদিন খান (Fardeen Khan)। জানা যায় বাবার মৃত্যু এবং সন্তানদের অকালে হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। বছর কয়েক আগে গাল ফোলা মোটা ফারদিনের ছবি ভাইরাল হয়। যা নিয়ে ট্রোলড হতে হয় তাঁকে। কিন্তু সেসব এখন অতীত। সম্প্রতি সমুদ্রপাড়ে খালি গায়ে একটি সেলফি পোস্ট করেছেন তিনি।যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় (Social media)তাঁর অনুরাগীরা থেকে শুরু করে বলিউডের (Bollywood) সহকর্মীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ছবিতে মেদহীন ফারদিন যেন ফ্যাট টু ফিট (Fat to fit) মন্ত্রে দীক্ষিত।


দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন ফারদিন খান (Fardeen Khan)। সঞ্জয় লীলা বানসালির ‘ ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। সেইজন্য প্রায় শরীরের ভোল বদল করে ফেলেছেন। জিম করে ওজন কমিয়েছেন, চেহারা হয়েছে মেদহীন, টানটান। মেয়ের সঙ্গে সম্প্রতি আইফার মঞ্চেও দেখা গেছে তাঁকে। কিন্তু সাগর পারে সূর্যের উষ্ণতা গায়ে মাখা অবস্থায় অভিনেতার যে ছবি প্রকাশ্যে এসেছে তাতেই চমকে গেছেন অনেকেই। ওজন বেড়ে যাওয়ায় ২০১৬ সালে বেশ সমালোচিত হয়েছিলেন ৪৮ বছর বয়সী এই তারকা। “কী করে এত মোটা হলেন” থেকে শুরু করে “আর কোনদিন বলিউডে কামব্যাক হবে না”- এর মতো একাধিক কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। তবে নিয়মিত শরীর চর্চা করে, সুস্থ ব্যালেন্স ডায়েটের মাধ্যমে ওজন ঝরিয়ে একদম ফিট-ফাট হয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন ফারদিন। এখন তিনিই বলিউডের টক অফ দ্য টাউন। প্রযোজক রমেশ তৌরানির (Ramesh Tourani) মেয়ের বিয়ের সেকশনে একেবারে পুরনো হ্যান্ডসাম লুকে প্রকাশ্যে এলেন ফারদিন। ব্ল্যাক ড্রেসে ৪৮ বছরের অভিনেতা সকলের নজর কাড়লেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ছবির ক্যাপশনে ফারদিন লেখেন, “সূর্য, সমুদ্র এবং সূর্যাস্ত। একটি সুন্দর দিনের একটি নিখুঁত শেষ!” এরপরই অভিনেতার ইন্ডাস্ট্রির বন্ধুরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। অনেকেই বলছেন, ফারদিন বুঝিয়ে দিয়েছেন , যে মানুষ চাইলে ইচ্ছে শক্তি আর পরিশ্রমের দ্বারা সব অসম্ভবকেই সম্ভব করতে পারে।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version