Tuesday, May 20, 2025

‘শীর্ষ আদালতের বিরোধিতা করতে পারেন না’, গুজরাট হাই কোর্টকে ভর্ৎ.সনা সুপ্রিম কোর্টের

Date:

গুজরাত হাইকোর্টকে তীব্র আক্রমণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশের বিরোধীতা করতে পারে না দেশের কোনও আদালত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবার আরেকবারও মামলার শুনানিতে গুজরাত হাইকোর্টের বিরুদ্ধে অহেতুক সময় নষ্টের অভিযোগ উর্ধ্বতন আদালতের।

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ২৫ বছরের তরুণীর গর্ভপাত করানো নিয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাত হাইকোর্টে। গত ৭ অগাস্ট গুজরাত হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর আদালতের নির্দেশেই ১০ অগাস্টের মধ্যে ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করে একটি টিম। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়, গর্ভপাতে ওই তরুণীর কোনও সমস্যা হবে না। কিন্তু রিপোর্ট জমা পড়ার গুজরাত হাইকোর্ট ১২ দিন পরে আগামী শুনানির দিন স্থির করে। পরে শুনানির দিন এগিয়ে আনা হলেও ওই তরুণীর গর্ভপাতের অনুমতি খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টে যান। সেখানেই সুপ্রিম কোর্টে গুজরাত হাইকোর্টকে তীব্র ভর্ৎসনা করে জানায়, এমন গুরুত্বপূর্ণ মামলায় আদালত কেন এত সময় নষ্ট করল? একইসঙ্গে শীর্ষ আদালত বলে, ২১ অগাস্ট মামলার শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই আবার নতুন করে মামলার রায় ঘোষণা করে গুজরাত আদালত। গুজরাত আদালতের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আগের রায়ে ত্রুটি থাকায় তা সংশোধন করেই নতুন করে রায় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, “দেশের শীর্ষ আদালতের নির্দেশের বিরোধিতা করে গুজরাত হাইকোর্টের এই আচরণ বরদাস্ত করা হবে না। এসব কী হচ্ছে গুজরাত হাইকোর্টে? গুজরাত হাইকোর্টের এই আচরণ সংবিধানের পরিপন্থী।” পাশাপাশি গুজরাত হাইকোর্টে রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্ট তরুণীর গর্ভপাতের অনুমতিও দিয়েছে।

আরও পড়ুন- বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ! আটক নারী ও শিশু কল্যাণ দফতরের আধিকারিক

 

Related articles

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...
Exit mobile version