Friday, November 28, 2025

বাঙালি বেশে রাজ্যসভায় শপথ গ্রহণ তৃণমূল সাংসদদের

Date:

Share post:

রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন তৃণমূল (TMC) সাংসদরা। তাঁদের পোশাক ছিল চোখে পড়ার মতো। বাঙালি রীতি মেনে ধুতি-পাঞ্জাবি আর শাড়িতে সেজে সোমবার সকাল ১১ টায় শপথবাক্য পাঠ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (Rajya Sabha) পাঁচসাংসদ- সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Ray), ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), দোলা সেন (Dola Sen), প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম।

তৃণমূল্যে খবর দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশেই এদিন পুরুষরা ধুতি-পাঞ্জাবি আর দোলা সেন পরেছিলেন শাড়ি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও তৃণমূলের রাজ্যসভার নতুন মুখ হিসেবে শপথ নিলেন সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক। শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ৫ জন সংসদের মধ্যে ৪ জন শপথবাক্য পাঠ করেন বাংলায়। প্রকাশ চিক বরাইক শপথবাক্য পাঠ করেন ইংরেজিতে।

সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে এবার রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ সমাজকর্মী সাকেত গোখেল আগেই শপথ নিয়েছেন। রাজ্যসভায় নব্য মনোনীত সাংসদদের শপথগ্রহণ সম্পন্ন।

বিজেপির (BJP) পক্ষ থেকে এদিন শপথ নিলেন ড. এস জয়শঙ্কর, নগেন্দ্র রায়-সহ গুজরাটের আরও দুই সাংসদ। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন শাসক এবং বিরোধীপক্ষের শীর্ষ নেতা পীযূষ গোয়েল এবং জয়রাম রমেশ। শপথগ্রহণ শেষে রাজ্যসভার চেয়ারম্যানের কক্ষে চা চক্রে যোগ দেন নতুন সাংসদরা।

 

 

 

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...