Wednesday, November 12, 2025

রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন তৃণমূল (TMC) সাংসদরা। তাঁদের পোশাক ছিল চোখে পড়ার মতো। বাঙালি রীতি মেনে ধুতি-পাঞ্জাবি আর শাড়িতে সেজে সোমবার সকাল ১১ টায় শপথবাক্য পাঠ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (Rajya Sabha) পাঁচসাংসদ- সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Ray), ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), দোলা সেন (Dola Sen), প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম।

তৃণমূল্যে খবর দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশেই এদিন পুরুষরা ধুতি-পাঞ্জাবি আর দোলা সেন পরেছিলেন শাড়ি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও তৃণমূলের রাজ্যসভার নতুন মুখ হিসেবে শপথ নিলেন সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক। শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ৫ জন সংসদের মধ্যে ৪ জন শপথবাক্য পাঠ করেন বাংলায়। প্রকাশ চিক বরাইক শপথবাক্য পাঠ করেন ইংরেজিতে।

সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে এবার রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ সমাজকর্মী সাকেত গোখেল আগেই শপথ নিয়েছেন। রাজ্যসভায় নব্য মনোনীত সাংসদদের শপথগ্রহণ সম্পন্ন।

বিজেপির (BJP) পক্ষ থেকে এদিন শপথ নিলেন ড. এস জয়শঙ্কর, নগেন্দ্র রায়-সহ গুজরাটের আরও দুই সাংসদ। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন শাসক এবং বিরোধীপক্ষের শীর্ষ নেতা পীযূষ গোয়েল এবং জয়রাম রমেশ। শপথগ্রহণ শেষে রাজ্যসভার চেয়ারম্যানের কক্ষে চা চক্রে যোগ দেন নতুন সাংসদরা।

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version