Tuesday, November 11, 2025

যাদবপুরে VC নিয়োগ মামলায় রাজ্যপালকে ‘পার্টি’ করার নির্দেশ শীর্ষ আদালতের

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) অস্থায়ী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে রাজ্যের দায়ের করা মামলায় রাজ্যপালকে পার্টি করার নির্দেশ দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলাটি উঠলে রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি(Abhishek Manu Singhvi)। ২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।

ছাত্রমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টালমাটাল পরিস্থিতির মাঝেই রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফা উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল। এই সিদ্ধান্তের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করে অভিষেক মনু সিংভি বলেন, রাজ্যকে এড়িয়ে বেআইনি ভাবে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এই মামলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে পার্টি করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি সব পক্ষকে এই মামলায় নোটিস দিতে হবে আগামী ২ সপ্তাহের মধ্যে। তারপর ফের শুনানি।

উল্লেখ্য, সম্প্রতি গণিত বিভাগের(Department of Mathematics) বিভাগীয় প্রধান বুদ্ধদেব সাহুকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাতেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে রাজ্যপালের এমন একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য সরকার। এরপরই রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সরকার।

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version