Saturday, August 23, 2025

ফের বি.তর্ক! বহিষ্কৃত নেতার নাম দলীয় মুখপত্রের বিজ্ঞাপনে, অস্বস্তিতে সিপিএম

Date:

ফের বিতর্কে চাপে আলিমুদ্দিন! এবার বিজ্ঞাপন বিতর্ক। দলের মুখপত্রে পরপর দুদিন দলের সদ্যবহিষ্কৃত নেতার নামে বিজ্ঞাপন প্রকাশ করে অস্বস্তিতে পড়ল সিপিএম।

কোন ঘটনা নিয়ে বিতর্ক? টালিগঞ্জের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তহবিল টাকা নয়ছয়ের ব্যাপারে দলের দুই নেতার ভূমিকা নিয়ে অভিযোগ জমা পড়েছিল সিপিএম রাজ্য কমিটিতে। তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ও রাজ্য কমিটির সদস্য মেঘলাল শেঠকে নিয়ে কমিশন তৈরি হয়। সেই কমিশন সাক্ষ্য গ্রহণ করে রিপোর্ট পেশ করে রাজ্য সম্পাদকমণ্ডলীতে। এরপর সিপিএমের সম্পাদকমণ্ডলী ওই দুই নেতাকে ছ’মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। সেইসঙ্গে বলা হয়, কলেজের পদ ছেড়ে দিতে হবে। অর্থাৎ কলেজের সঙ্গে যুক্ত থাকা যাবে না। তার জন্য এক মাসের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল টালিগঞ্জ ও বেহালা পূর্বের দুই নেতাকে। অভিযুক্তদের এক জন, দলের একটি এরিয়া কমিটির সম্পাদক পদে ছিলেন। তাঁকে সেই পদও ছাড়তে বলা হয়।

কিন্তু নির্দেশ অমান্য করে কলেজের পদ ও দলের পদ কোনোটিই ছাড়েন নি ওই দুই নেতা। শেষ অবধি সিপিএমের রাজ্য কমিটির অনুমোদনে ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিপিএমের কলকাতা জেলা কমিটি। এদিকে দলীয় নিয়ম অনুযায়ী ওই দুই নেতার বহিষ্কারের ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার। কিন্তু তার দুদিন পর অর্থাৎ রবিবার রাজ্য সিপিএমের দৈনিক মুখপত্রের প্রথম পাতায় ওই ইঞ্জিনিয়ারিং কলেজের একটি সেমিনারের বিজ্ঞাপন ছাপা হয়। তাতে ওই বহিষ্কৃত নেতার নামও রয়েছে। সোমবার শেষ পাতাতেও একই বিজ্ঞাপন ছাপা হয়েছে। এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে দলে। এই বিতর্ক নিয়েই জলঘোলা হচ্ছে সিপিএমের অন্দরে। অনৈতিক কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন দলেরই একাংশ। অনেকে বলছেন, তা হলে কি বহিষ্কৃত নেতার অনুগামীদের বার্তা দেওয়ার চেষ্টা হল?

 

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version