Wednesday, August 27, 2025

যোগীরাজ্য ম*দ আনার ‘হুকুম’ না মানার ‘অপরাধে’ খু*ন হলেন দলি*ত ব্যক্তি

Date:

যোগীরাজ্যে ফের বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে! দলিত ব্যক্তি উচ্চবর্ণের হুকুম না মানায় এবং তার স্পষ্ট উত্তর দেওয়ার ‘অপরাধে’ খুন হতে হল দলিত ব্যক্তিকে।নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়।মুখে কুলুপ প্রশাসনের। ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুনঃ ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে
রবিবার বাড়ির দাওয়ায় বসে খোশমেজাজে গল্প করছিলেন দলিত এক ব্যক্তি। তাঁকে মদ আনতে বলেন উচ্চবর্ণের এক ব্যক্তি। কিন্তু মদ আনতে পারবেন না বলে সাফ জানায় ওই দলিত ব্যক্তিটি। মুখের উপর দলিত যুবকের এমন জবাবকে ঘোরতর ‘অপরাধ’ বলে তাঁকে চাকু দিয়ে কুপিয়ে খুন করেন উচ্চবর্ণের ব্যক্তিটি।খুনের পরও অপরাধবোধের প্রশ্নই নেই। দলিত ব্যক্তিটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে সেখান থেকে চম্পট দেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বান্দার জাউরাহি গ্রামের বাসিন্দা প্রেমচন্দ্র। গত রবিবার তিনি বাড়ির দাওয়ায় বসেছিলেন। অভিযোগ, সেখানে রাজু নামে এক ব্যক্তি তাঁকে দেখতে পেয়ে মদ আনার হুকুম দেন। কিন্তু প্রেমচন্দ্র রাজি হননি। তিনি জানিয়ে দেন, মদ আনতে যেতে পারবেন না। একজন দলিতের কাছ থেকে এমন উত্তর আশা করেনি রাজু। তাই প্রেমচন্দ্রের ‘না’ বলার অপরাধে পকেট থেকে ছুরি বের করে দলিত ব্যক্তির পেটে ও বুকে এলোপাথাড়ি কোপাতে থাকে রাজু।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন প্রেমচন্দ্র। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় রাজু।
খবর পেয়েও ঘটনাস্থলে দলিত ব্যক্তির বাড়িতে পৌঁছয়নি যোগী পুলিশ। গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় প্রেমচন্দ্রকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।পরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে। প্রেমচন্দ্রের পড়শিদের অভিযোগ, রাজুর বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version