Sunday, November 9, 2025

উত্তরাখণ্ডে ভূমিধসে মৃত ৪, প্রবল বর্ষণে কুল্লু-মান্ডি রাস্তায় আটকে ৭০০ গাড়ি

Date:

প্রাকৃতিক বিপর্যয় কোনওভাবেই কাটছে না উত্তরাখণ্ড(Uttarakhand) ও হিমাচল প্রদেশে(Himachal Pradesh)। এই দুই রাজ্যে ফের ভারি বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করল মৌসম ভবন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই দুই রাজ্যে। পাশাপাশি চম্বা, মান্ডিতে ভারি বৃষ্টির জেরে হড়পা বানও দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর(Weather Office)। প্রবল বর্ষণের জেরে তেহরি জেলার চম্বায় ধস নেমে মৃত্যু হয়েছে ৪ জনের।

গত কয়েক মাসে ভারি বর্ষণ ও ধসের জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মৃত্যু দেখেছে ‘দেবভূমি’ উত্তরাখণ্ড। এরইমাঝে গত সোমবার উত্তরাখণ্ডের তেহরি জেলার চম্বাতে ভূমিধসের কারণে দুই মহিলা ও এক ৪ মাস বয়সী শিশু সহ চারজন নিহত হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক নবনীত সিং ভুল্লারাইদ জানান, এখন পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য একজন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। আবহাওয়া বিভাগ মঙ্গলবার দেরাদুন, পাউরি, নৈনিতাল, চম্পাওয়াত এবং বাগেশ্বর সহ রাজ্যের পাঁচটি জেলায় একটি কমলা সতর্কতা জারি করেছে। এদিকে ইতিমধ্যেই প্রাণহানির পাশাপাশি ভারি বৃষ্টির জেরে ধসের কারণে ভেঙেছে প্রচুর ঘরবাড়ি, ক্ষতি হয়েছে ফসলের। অতি বর্ষণের জেরে আগামী ২ দিন তেহরি জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বৃষ্টি না কমা পর্যন্ত কোনও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বলে স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে।

অন্যদিকে, মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টির কারণে হিমাচলের পান্ডোহ বাঁধের কাছে কুল্লু-মান্ডি জাতীয় সড়ক আটকে যায়। ফলে প্রায় ৭০০ যানবাহন আটকে পড়েছে। মান্ডির পুলিশ সুপার সৌম্য সাম্বাসিভান জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিধসে প্রধান জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি অস্থায়ী সংযোগকারী রাস্তা তৈরি করা হয়েছে।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version