Thursday, November 13, 2025

বালিগঞ্জ টেকনোলোজি কলেজে ঠিক কী হয়েছিল? বাড়ছে ধোঁ.য়াশা!

Date:

আলোচনার শিরোনামে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), ঠিক তখনই বালিগঞ্জ টেকনোলোজি হস্টেলে র‍্যাগিংয়ের মারাত্মক অভিযোগ সামনে আসে। টানা চার বছর ধরে বিশ্বজিৎ হাজরা (Biswajit Hazra. b.Tech student)নামে বি টেকের এক ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানান যে বাইরে থেকে মদ কিনে আনা থেকে শুরু করে জোর করে মদ খাওয়ানো, মানসিক এবং শারীরিক অত্যাচার করা, রুমের মধ্যে বোম মারা এমনকি তিনতলা থেকে ফেলে দেওয়ার চেষ্টাও কড়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি-র সদ্য প্রাক্তন ওই ছাত্রের অভিযোগ ছিল, তাঁকে খাবার খেতে না দিয়ে, কখনও মারধর করে, কখনও আবার ঘরের মধ্যে মূত্রত্যাগ করিয়ে দীর্ঘদিন র‍্যাগিং করা হয়েছে। এবার মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। এরকম কিছুই হয়নি বলেই সংবাদমাধ্যমের সামনে দাবি তাঁর।

অভিযোগকারী ছাত্রের সঙ্গে কী ঘটনা ঘটেছিল, র‍্যাগিংয়ের সঙ্গে কতজন যুক্ত ছিলেন, তা জানতে শনিবারই হস্টেল সুপার পূর্ণচন্দ্র নস্করের সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশে এসিপি পদ মর্যাদার এক অফিসার। বালিগঞ্জ টেকনোলোজি হস্টেলে যখন বিশ্বজিৎছিলেন, তখন তিনি বিষয়টি হস্টেল সুপার এবং কলেজ কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন বলেই পুলিশকে জানান। কিন্তু এরপরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। গত শনিবার আলিপুর আদালতে তাঁর জবানবন্দি রেকর্ডও করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে র‍্যাগিং হয়নি, বোঝাপড়ার সমস্যা থাকতে পারে। একই কথা শোনা গেল কলেজের অধ্যক্ষের মুখেও। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে কী হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ সুপার।

 

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...
Exit mobile version