Sunday, May 18, 2025

বিয়ের রেশ কাটছেই না লক্ষ্ণণ শেঠের, ইকোপার্কের পরে এবার ২দিন ধরে প্রীতিভোজ হলদিয়ায়

Date:

বিয়ের রেশ কাটছেই না লক্ষ্ণণ শেঠের (Laxman Seth)। ৩০ মে বিয়ে, আড়াই মাস পরে ১৮ অগাস্ট রিসেপশন। এবার নিজের এলাকা হলদিয়ায় (Haldia) ২৭ ও ৩০ অগাস্ট ২দিন ধরে প্রীতিভোজ হবে। ৭৭ বছরের বিপত্নীক প্রাক্তন বাম নেতার বিয়ে নিয়ে রাজ্যনীতিতে শোরগোল পড়ে যায়। ৪২ বছরের মানসী দে-কে বিয়ে করেন তিনি। যদিও এই বিয়ে মানছে না বলে জানান লক্ষ্ণণের ছেলেরা। পরে ১৮০ডিগ্রি ঘুরে বাবার রিসেপশন সেজেগুজে ঘুরে বেড়ান সায়ন্তন ও সুদীপ্তন। ১৮ অগাস্ট বিয়ের রিসেপশন ছিল কংগ্রেস নেতার। ছিলেন অধীর চৌধুরী-সহ কংগ্রেস নেতৃত্ব। তবে, নিজের এলাকা হলদিয়ায় বিয়ের রিসেপশন না করে নিউটাউনে ইকো ট্যুরিজম পার্কে হওয়ায় উষ্মাপ্রকাশ করেন তাঁর এলাকার মানুষ। তাই তাঁদের মান ভাঙাতে ২৭ এবং ৩০ অগাস্ট দু’দিন ধরে প্রীতিভোজ হবে হলদিয়ায়। সেখানে প্রায় তিন হাজার শুভানুধ্যায়ীকে আমন্ত্রণ করা হচ্ছে।

২০১৬ সালে লক্ষ্মণের প্রথম স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। তাঁদের দুই সন্তান। এবার নতুন হাতে হাত বর্তমান কংগ্রেস নেতার। ৭৭ বছর বয়সী লক্ষ্মণ শেঠের দ্বিতীয় স্ত্রীর নাম মানসী দে (Manashi Dey)। কলকাতার বাসিন্দা বছর বিয়াল্লিশের মানসী কলকাতার একটি পাঁচতারা হোটেলের শীর্ষ পদে ছিলেন। এক পরিচিতের মাধ্যমেই মানসীর সঙ্গে আলাপ হয় বাম আমলের প্রাক্তন মন্ত্রীর৷ এর পরেই বিয়ের সিদ্ধান্ত৷ নিজের এলাকায় পরে বৌভাতের অনুষ্ঠান করবেন বলে জানিয়ে ছিলেন একসময়কার হলদিয়ার দাপুটে সিপিএম নেতা। তবে, নিজেদের এলাকা হলদিয়ায় নয়, লক্ষ্ণণের বিয়ের প্রীতিভোজ হয় নিউটাউনের ইকো টুরিজিম পার্কে।

 

Related articles

পৃথিবীর ভালো করতে গিয়ে ভাঙল মাস্তুল! ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের

ঠিক যেন হলিউড সিনেমা। সেতুর উচ্চতা অনেক কম জেনেও সোজা চালিয়ে দেওয়া হল জাহাজ। তাতেই একের পর এক...

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...
Exit mobile version