Wednesday, December 17, 2025

আমাদের পরিবারকে টা*র্গেট করা হচ্ছে: ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে তো.প দাগলেন মমতা

Date:

Share post:

আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে- মঙ্গলবার, নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে। না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে। একটা ছেলে দুদিন আগে না জানিয়ে এল, তারপরই শুরু করে দিয়েছে। তালা ভেঙে ঢুকে যাচ্ছে।” মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, এজেন্সিই যে টাকা-বিস্ফোরক রেখে যাচ্ছে না, তার প্রমাণ কোথায়!

তৃণমূল (TMC) সুপ্রিমো প্রশ্ন তোলেন, ”তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছ না, তার গ্যারান্টি কে দেবে? তুমি যে বন্দুক রেখে যাচ্ছ না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছ না, কে দেখবে?” এরপরেই মমতার অভিযোগ, ”আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে। এখন পিঁপড়ে কামড়ালেও ED-CBI পাঠাচ্ছে।”

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফেরার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”ছেলেটা সবে বিদেশ থেকে ফিরেছে। সকাল ৬টায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। ধরুন আমার বাড়িতে কেউ গেল। বা আমি কারও বাড়িতে পুলিশ পাঠালাম। নিয়ম হল একটা পরোয়ানা থাকবে, বা বাড়ির লোকেদের ডেকে কথা বলবে। রেড করতে হলে বাড়ির লোক থাকবে। অনেকে আছে ধরুন ইংরাজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না। তারা আইনজীবীর সাহায্য নেয়। তুমি একটা জায়গায় যাচ্ছো রেড করতে। তালা ভেঙে ঢুকছো। জানাচ্ছো না। ধরুন বাইচান্স সে নেই বাড়িতে। বন্ধ। আর তাতে যদি কেউ চা করার লোকও থাকে তাকেও ঘর থেকে বার করে দিচ্ছো। তুমি কোনও সাক্ষী রাখছে না।”

এইভাবে ইডি-সিবিআই রেড হলে নিরাপত্তা নিয়েও সমস্যা হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”যদি ধরে নিই, আমার বাড়িতে গেল আমাকে জানাল না। আমার তো একটা সিকিওরিটির প্রবলেম আছে। সিকিওরিটির প্রবলেম যে কারও আছে। তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না কে তার গ্যারান্টি হবে? তুমি নিজে ঢুকছ, নিজে করছ। তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না কে গ্যারান্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছ না জানাবার কোনও জায়গা নেই। যা ইচ্ছে তাই করব। অর্থাৎ এটা আইনি নয়।”

রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মমতা বলেন, ”বেআইনিভাবে রাজনৈতিক ভ্যানডেটা বাংলায় চলছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ওরা যায়নি। কোন একটা কাগজ লিখেছে উসকে দেওয়ার জন্য। গেলে যাবে।”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”কে কে কাকে বিয়ে করেছে। তার কোথায় জন্ম হয়েছে। তার কটা বাচ্চা হয়েছে। সে কোন স্কুলে পড়ে। তার বাড়িতে কী বাজার হয়েছে। সে কী খাচ্ছে। এ নিয়ে দেশ চলতে পারে না। বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন, আমরা সবাইকে নিয়ে চলি। আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন। সবাইকে ডোরা পিঁপড়ের মতো কামড়াচ্ছে”- তীব্র আক্রমণ করেন মমতা।

 

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...