নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে।হাইকোর্টের নির্দেশ মেনে আগামিকাল অর্থাৎ বুধবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। প্রায় ১৪ হাজার ৩৩৯ শূন্যপদ আছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের এই প্যানেলে বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকবে। অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশন তার প্রাপ্ত নম্বর, টেটের প্রাপ্ত নম্বর সহ বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও রোল নম্বরের সঙ্গে উল্লেখ করা থাকবে।
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর এর বেশি সময়সীমা ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিকবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন। বুধবার স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করলেও কবে থেকে প্রার্থীদের নিয়োগ পত্রের সুপারিশ বা প্রক্রিয়া শুরু করা হবে তা অবশ্য নির্ভর করবে হাইকোর্টের নির্দেশের উপর।