Tuesday, August 12, 2025

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বহাল থাকছে ৩৭১ , জানিয়ে দিল কেন্দ্র

Date:

Share post:

আজ থেকে বছর চারেক আগে ৫ আগস্ট ২০১৯ সালে, ভারত সরকার সংবিধানের সুদূরপ্রসারী ব্যবস্থার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে (Jammu & Kashmir) ‘বিশেষ অধিকার’ দেওয়া ৩৭০ ধারা প্রত্যাহার করে। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলি (North East States)থেকে ৩৭১ অনুচ্ছেদ প্রত্যাহার করা হবে কি? এই প্রশ্ন উঠেছিল। সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, বিরোধীরা কেবল কাশ্মীর নিয়ে প্রতিবাদই জানাননি, পরে ৩৭১ অনুচ্ছেদও লোপ পাবে বলে প্রচারও চালিয়েছেন। উত্তর-পূর্বকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। সরকারের অবস্থান ব্যাখা করতে গিয়ে শাহ জানিয়েছিলেন, ৩৭০ অনুচ্ছেদ ছিল অস্থায়ী অনুচ্ছেদ। কিন্তু ৩৭১ স্থায়ী অনুচ্ছেদ। তাই ৩৭১ (এ) থেকে ৩৭১(জে) পর্যন্ত সবকটি ধারা বজায় থাকবে। এবার সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীরে ৩৭০ এবং ৩৫(এ) ধারা বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে উত্তর পূর্বের রাজ্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র (Government of India)।

সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা বিলোপ সংক্রান্ত মামলায় কেন্দ্রের তরফে বলা হয়েছে যে ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের সময় ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই মর্যাদা স্থায়ী ছিল না, সেটা আসলে ছিল টেম্পোরারি প্রভিশন। ওই অনুচ্ছেদের ৩ নম্বর উপধারায় বলা হয়েছিল যে যদি রাষ্ট্রপতি মনে করেন ওই বিশেষ মর্যাদা তুলে নিতে হবে তাহলে তিনি সেটা করতে পারেন। এই ক্ষমতা প্রয়োগ করেই মোদি সরকার জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেয়। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বহাল থাকছে ৩৭১ ধারা। মোদি সরকারের আমলে ৩৭০ বাতিলের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। তাই রাষ্ট্রপতি শাসনে রাজ্যপালকে কোনও অবস্থাতেই স্থানীয় সরকার হিসেবে ধরা যায় না। এই মামলায় আবেদনকারী পক্ষের দাবি ছিল এটাই। যেহেতু রাজ্যপাল জনপ্রতিনিধিত্বের প্রতীক নন, এ ক্ষেত্রে ৩৭০ এবং ৩৫(এ) ধারা বাতিলের ঘটনা সাংবিধানিক ভাবে বেআইনি। পাশাপাশি ১৯৫৭ সালের পরে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা আর কার্যকর ছিল না বলে কেন্দ্র যে যুক্তি দিয়েছিল, তা কার্যত খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

 

spot_img

Related articles

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...