Sunday, November 9, 2025

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” নেই তাঁর অভিধানে! বিদেশ থেকে ফিরেই ঠাসা কর্মসূচিতে অভিষেক

Date:

“ক্লান্তি”, “বিশ্রাম”, “ছুটি” শব্দগুলি যেন তাঁর অভিধানে নেই। একটানা দু’মাস তৃণমূলে নবজোয়ার কর্মসূচির পর পঞ্চায়েত ভোটে প্রচার, একুশে জুলাই সমাবেশ, INDIA জোটের বৈঠকে যোগদানের পরই গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে সদ্য চোখের চিকিৎসা সেরে দেশে ফিরেই ফের সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। না,কোনও বিশ্রাম বা ক্লান্তি নেই। চলতি আগস্টের শেষে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। ওই একই সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) একের পর এক কর্মসূচি।

জুলাইয়ের শেষে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান অভিষেক। কলকাতায় ফিরেছেন গত রবিবার। আগামী সপ্তাহ থেকেই ফের শুরু হয়ে হচ্ছে লাগাতার রাজনৈতিক কর্মসূচি। প্রতিবারের মতো এবারও ২৮ আগস্ট মেয় রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার আবহে এবার তৃণমূলের ছাত্র সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরপর ৩০ আগস্ট এবং ১ সেপ্টম্বর মুম্বইয়ে মোদি বিরোধী INDIA জোটের তৃতীয় বৈঠক। এবারও সেই বৈঠকেও নেত্রীর সঙ্গে থাকবেন অভিষেক। দু’দিনের বৈঠক সেরে মুম্বই থেকে ফিরেই অভিষেক সোজা চলে যাবেন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে। ধূপগুড়ি উপনির্বাচনের জন্য আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ প্রচারের শেষদিন ঝড় তুলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির থেকে এই আসন ছিনিয়ে আনাই লক্ষ্য শাসক দলের।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version