Saturday, November 8, 2025

ভাঙড় এখন কলকাতা পুলিশের আওতায়।বুধবার  সরকারিভাবে ভাঙড় যুক্ত হল কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হচ্ছে ভাঙড় ডিভিশন। এর আওতায় থাকছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকছেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকছেন একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।এ ছাড়াও গোয়েন্দা বিভাগের জন‌্য আলাদাভাবে ৯৩ জন ও স্পেশাল ব্রাঞ্চের জন‌্য ৩৬ জন পুলিশকর্মী ও আধিকারিক নিয়োগ করছে লালবাজার।

জানা গিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই এই নয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাশীপুরের ৪৫টি, ভাঙড়ের ৭৬ এবং লেদার কমপ্লেক্সের ২৩টি মৌজা রয়েছে। হাতিশালার অন্তর্গত হবে ১৯টি, পোলেরহাটের অন্তর্গত থাকবে ১০টি, উত্তর কাশীপুর থানার অন্তর্গত হবে ১৫টি, বিজয়গঞ্জ বাজার থানার আওতায় থাকবে ১১টি, নারায়ণপুর থানার অন্তর্গত হবে ১৭টি , ভাঙড় থানার অন্তর্গত হব ১৯টি, বোদরার অন্তর্গত হবে ২০টি এবং চন্দনেশ্বরের অন্তর্গত হবে ২০টি মৌজা।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version