Thursday, August 21, 2025

ভাঙড় এখন কলকাতা পুলিশের আওতায়।বুধবার  সরকারিভাবে ভাঙড় যুক্ত হল কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হচ্ছে ভাঙড় ডিভিশন। এর আওতায় থাকছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকছেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকছেন একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।এ ছাড়াও গোয়েন্দা বিভাগের জন‌্য আলাদাভাবে ৯৩ জন ও স্পেশাল ব্রাঞ্চের জন‌্য ৩৬ জন পুলিশকর্মী ও আধিকারিক নিয়োগ করছে লালবাজার।

জানা গিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই এই নয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাশীপুরের ৪৫টি, ভাঙড়ের ৭৬ এবং লেদার কমপ্লেক্সের ২৩টি মৌজা রয়েছে। হাতিশালার অন্তর্গত হবে ১৯টি, পোলেরহাটের অন্তর্গত থাকবে ১০টি, উত্তর কাশীপুর থানার অন্তর্গত হবে ১৫টি, বিজয়গঞ্জ বাজার থানার আওতায় থাকবে ১১টি, নারায়ণপুর থানার অন্তর্গত হবে ১৭টি , ভাঙড় থানার অন্তর্গত হব ১৯টি, বোদরার অন্তর্গত হবে ২০টি এবং চন্দনেশ্বরের অন্তর্গত হবে ২০টি মৌজা।

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version