Saturday, November 8, 2025

ভালোবাসার (Love Relation) মাশুল জীবন দিয়ে দিতে হল এক কলেজ পড়ুয়াকে (College Student)। পুলিশ সূত্রে খবর, তৃতীয় বর্ষের ওই পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ প্রেমিকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মালদহের (Maldah) বৈষ্ণবনগর থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, মৃত ওই কলেজ পড়ুয়ার নাম চিরঞ্জিত মণ্ডল (২৪)। মালদহের বৈষ্ণবনগর থানার মহেশ্বরপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, চিরঞ্জিত মালদহ সাউথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সূত্রের খবর, চারবছর ধরে চিরঞ্জিতের সঙ্গে সুজাপুর বাজারপাড়া এলাকার রূপালী মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, প্রেমিকাই মঙ্গলবার রাতে চিরঞ্জিতকে ফোন করে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে যেতেই প্রেমিকা ও পরিবারের সদস্যরা ওই পড়ুয়াকে বেধড়ক মারধর করে। পাশাপাশি যুবককে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যায় চিরঞ্জিত। পরে পরিস্থিতি বেগতিক বুঝে বন্ধুদের বিষয়টি জানায়। বন্ধুরাই চিরঞ্জিতকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার আরও অবনতি হলে মালদহের একটি বেসরকারি হাসপাতালে রাতেই যুবককে স্থানান্তরিত করা হয়। এরপরও অবস্থার এতটুকু উন্নতি হয়নি। চিরঞ্জিতের অবস্থার আরও অবনতি হলে বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিরঞ্জিতকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের দাদার অভিযোগ, ভাইয়ের চার বছর ধরে সুজাপুর বাজারের বাসিন্দা এক যুবতীর সম্পর্ক ছিল। সেই ভালোবাসার টানেই মঙ্গলবার রাত দশটা নাগাদ ভাইকে ফোন করে ডাকে প্রেমিকা। এরপর গভীর রাতে খবর পাই, ভাই হাসপাতালে ভর্তি। মৃতের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।

 

 

 

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version