Thursday, August 21, 2025

যাদবপুরের “আলু”কে গভীর রাত পর্যন্ত জেরা, জিজ্ঞাসাবাদ এসএফআইয়ের রুদ্রকেও

Date:

যাদবপুরকাণ্ডের তদন্তে গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদারকে ওরফে আলুকে যাদবপুর গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর,রাত দেড়টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলেছে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার শুরু থেকেই অরিত্রের নাম বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। তার উপর মঙ্গলবার দিনভর অরিত্রর ফেসবুক পোস্ট নিয়ে জোর জল্পনা হয়েছে। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যা চলে গভীর রাত পর্যন্ত।

অন্যদিকে, পুলিশি জেরার পর যাদবপুর থানা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরে আর এক ছাত্র রুদ্র চট্টোপাধ্যায়। সে জানায়, আলুকেও ছেড়ে দেবে পুলিশ। কিছুক্ষণ ক্যাম্পাসে থাকার পর রুদ্র বাড়ির পথে রওনা দেয়। রাত পৌনে দুটো নাগাদ কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা যাদবপুর থানা থেকে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। তিনি জানান, তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বয়ান খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আবার ডাকা হতে পারে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিও বুধবার অরিত্রকে ডেকে পাঠিয়েছে। অরিত্র জানায়, সে সদ্য ট্রেকিং করে ফিরেছে। শারীরিক এবং মানসিক ভাবে ক্লান্ত। অনেক ধকল গিয়েছে। আপাতত বিশ্রাম নেবে। দু’দিন পর বিশ্ববিদ্যালয়ে যাবে।

 

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version