Wednesday, August 27, 2025

চাঁদের মাটিতে নয়া ইতিহাস! চন্দ্রযান ৩-র সাফল্যে উচ্ছ্বসিত মমতা-অভিষেক

Date:

তৈরি হল ইতিহাস (History)। বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram)। এদিন সেখানেই পৌঁছে গেল ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস। বুধবার ঠিক সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে হাসি আর গর্বের মেলবন্ধন উজ্জ্বল করল ভারতের তেরঙ্গাকে। এখনও পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত (India) এই তালিকার চতুর্থ দেশ হল। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের পুরো কৃতিত্ব পকেটে পুরে নিল ইসরো (ISRO)। আর দেশ তথা ইসরোর এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। চন্দ্রযান ৩-র সফল অবতরণে টুইট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, চন্দ্রযান ৩-র অসাধারণ সাফল্যকে অভিনন্দন। আমাদের দেশের এই মহান কৃতিত্বকে ধন্যবাদ জানাই। মমতা আরও জানান, আমাদের দেশের বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ধারাকে অব্যহত রেখেছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। পাশাপাশি এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এবং স্টেকহোল্ডারদেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মমতা। শেষে মমতা দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন আমরা এই বিশেষ মুহূর্ত উদযাপন করি এবং ভারতের অগ্রগতির জন্য প্রার্থনা করি। জয় ভারত, জয় হিন্দ।

তবে এদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটারে জানান, ভারতকে গর্বিত করার জন্য ইসরোকে অনেক অনেক ধন্যবাদ।

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version