চন্দ্রযানের সাফল্যে ISRO-কে কুর্নিশ গুগলের

ভারতই প্রথম ছুঁল চাঁদের দক্ষিণ মেরু। কুমেরু-তে এই প্রথম কোনও দেশ পা রাখতে পারল। ইসরোর (ISRO) এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে গুগল (Google) বিশেষ ডুডল (Doodle) তৈরি করেছে। একটি ভিডিও এবং একটি বিশেষ পেজ তৈরি করে ভারতের এই সাফল্য উদযাপন করছে গুগল।

ভিডিওতে দেখা যাচ্ছে, চোখ বুজে আরাম করছে চাঁদ (Moon)। আচমকাই চোখ খুলল ‘চাঁদমামা’। তখন আস্তে আস্তে চাঁদের মাটিতে নামে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। চন্দ্রপৃষ্ঠে নেমে কাজ করছে চন্দ্রযানের রোভার প্রজ্ঞান, আর তা দেখেই চাঁদের মুখে লম্বা হাসি।

চাঁদে বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ৪ঘণ্টা পর নামে রোভার প্রজ্ঞান। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের চতুর্থ দেশ। ১৪ জুলাই থেকে ভারতবাসীর নজর ছিল চন্দ্রযান-৩-এর দিকে।